সন্তানসহ প্রসূতির মৃত্যু
ক্লিনিক কর্তৃপক্ষের ‘অবহেলায়’ গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু
বগুড়া সদরের একটি প্রাইভেট ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় গর্ভের সন্তানসহ এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অভিযোগে নিহতের স্বজনরা ওই ক্লিনিকে ভাঙচুর চালান।
শনিবার (১ মার্চ) রাতে জলেশ্বরীতলা এলাকায় এনাম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহত রোখসানা আক্তার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: আদালত চত্বরে সাবেক পিপি-জিপিসহ আ.লীগ নেতাদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
নিহতের ভাই সাফিউল ইসলাম বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে রোখসানার প্রসব ব্যথা ওঠে। তখন তাকে ডেলিভারির জন্য এনাম ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে সেখানে ভর্তি করা হয়। কিন্তু ভর্তি করার পর সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। এ সময় কর্তৃপক্ষ জানায়, রোগীর ব্যথা আরও বাড়ুক, ডাক্তার কিছুক্ষণ পর আসবেন। এসব বলে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া হয়। ভর্তির প্রায় ১২ ঘণ্টা পর ক্লিনিকে ডাক্তার উপস্থিত হন।’
‘পরে রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে চিকিৎসার জন্য অন্যত্র নিতে বলা হয়। এরপর রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে গর্ভের সন্তানসহ আমার বোনকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২৭৮ দিন আগে