চড়া দাম
সহনীয় মুদি বাজার, দেশি ফলের চড়া দাম
রমজানের তৃতীয় দিনে এসে এখনো সহনীয় আছে নিত্যদিনের মুদি পণ্যের দাম। তবে গত বছরের তুলনায় এ বছর চড়া দামে বিক্রি হচ্ছে দেশীয় প্রজাতির ফল।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সেগুনবাগিচা এবং ফকিরাপুল বাজার ঘুরে দেখা যায়, মুদি দোকানে প্রতি কেজি ছোলাবুট বিক্রি হচ্ছে ১১০-১৩০ টাকায়। দোকানিরা জানান, গতবছর ছোলাবুটের দাম ছিল কেজিপ্রতি ১২০-১৪০ টাকা।
মানভেদে বেসন বিক্রি হচ্ছে ১২০-১৮০ টাকা কেজিতে। ডাবলি ১৫০, কাবলি দানা ২৫০, চিনি ১২০, ডিম ডজনপ্রতি ১৩০ এবং মুড়ি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে।
শান্তিনগর বাজারের মুদি দোকানদার মনির বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর রমজানে এসব পণ্যের দাম খুব একটা বাড়েনি। অনেক পণ্যের দাম কমতি।’ এসব পণ্যের বাইরে মসলাজাত পণ্যের দামও সহনশীল অবস্থায় আছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রোজার দ্বিতীয় দিনেও বাজারে নেই সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
বাজার করতে আসা ক্রেতা সুবাহ বলেন, ‘এ বছর বাজারে সয়াবিন তেল ছাড়া অন্য কোনো পণ্যের তেমন একটা সংকট নেই, দামও হাতের নাগালের মধ্যেই। ইসবগুল, এলাচি, দারুচিনি, ধনিয়া, হলুদের গুড়া, মরিচের গুড়া, কিসমিস, বাদামসহ এসব পণ্যের দাম আগের বছরের মতোই।’
৬০ দিন আগে