নারী-শিশু
ঝিনাইদহের সীমান্তে নারী-শিশুসহ আটক ৩৬
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩৬ জনকে আটক করেছে ৫৮ (বিজিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।
আরও পড়ুন: মুনতাহা হত্যাকাণ্ড: এক নারীসহ আরও ৩ জন আটক
বুধবার (১৩ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টার খবরে টহল জোরদার করে বিজিবি। মাটিলা, বাঘাডাঙ্গা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত থেকে ৩৬ জনকে আটক করা হয়।
পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।
উল্লেখ্য, চলতি নভেম্বরে এখন পর্যন্ত মোট ১১৪ জনকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মুনতাহাকে হত্যার ঘটনায় গৃহশিক্ষিকাসহ আটক ৩
১ সপ্তাহ আগে
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, নারী-শিশুসহ আহত ৯
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ৯ জন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বৃষ্টি শুরু হলে সদর উপজেলায় দুইজন ও বালিয়াডাঙ্গী উপজেলায় একজন নিহত হন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
নিহতরা হলেন- শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৮), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৭) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৪)।
আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের রুমান (৮), রানা (১২), সাকিবুল (১১), ফুলতলা গ্রামের ফয়সাল (৭), উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। এরা সবাই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এছাড়াও সদর উপজেলার ৪ জন আহত হয়েছেন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বৃষ্টি চলাকালে পুকুরে গোসল করার সময় বজ্রপাতে আরিফুল ও মুনিরের মৃত্যু হয়। অন্যদিকে আতাউর মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার খবর পেয়েছি৷ বেশ কয়েকজন আহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু
১ মাস আগে
বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরলেন আরও ৪২ বাংলাদেশি নারী-শিশু
বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ৪২ জন নারী ও শিশু বাংলাদেশে ফিরেছেন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।
আরও পড়ুন: বেনাপোলে পুকুরপাড় থেকে ১৬টি ককটেল উদ্ধার
তিনি আরও জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। দুই দেশের যৌথ প্রচেষ্টায় এসব নারী ও শিশুকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান ও পেট্রাপোল বিএসএফ কর্তৃপক্ষ।
ভুক্তভোগী রুবিনা খাতুন (ছদ্ম নাম) বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে সীমান্ত পথে তারা ভারতে গিয়েছিল। এরকম অনেকেই আছে। ভারতে গিয়ে বাসাবাড়ি বা কারখানায় কাজ করার সময় পুলিশের হাতে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়।
তিনি আরও বলেন, পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা শেষে কলকাতার বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের শেল্টার হোমের হেফাজতে নেয়। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
এরপর বেসরকারি সংস্থা রাইটস যশোর ৩২ ও মহিলা আইনজীবী সমিতি ১২ জন নারী-শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে পুলিশ।
রাইটস যশোর এর সিনিয়র প্রোগ্রাম অফিসার তৌফিক হোসেন বলেন, ফেরত আসাদের যশোর রাইটস যশোর ৩২ এবং মহিলা আইনজীবী সমিতি ১২ জনকে গ্রহণ করে নিজস্ব শেল্টারহোমে রাখবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ৪২ নারী ও শিশু দেশে ফিরেছে। ভারতে অনুপ্রবেশসহ নানা অপরাধে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে কিশোলয়, নবযাত্রা ও ধ্রুবাশ্রমসহ পশ্চিমবঙ্গের ১২টি শেল্টার হোমের হেফাজতে ছিলেন তারা।
আরও পড়ুন: বেনাপোলে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
বেনাপোল থেকে ২১টি ককটেল উদ্ধার
১১ মাস আগে
মহেশপুর সীমান্তে দিয়ে দেশে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ২১
দেশে অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর থেকে নারী, শিশুসহ ২১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২২
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে বাংলাদেশি ২১ নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে চার জন পুরুষ, ১২ জন নারী ও পাঁচ শিশু রয়েছে।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের ও থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
২ বছর আগে
ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২২
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২২ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির এলাকার কানাইডাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করে মহেশপুর ৫৮ বিজিবি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, চার নারী ও পাঁচ শিশু রয়েছে। এ নিয়ে দু’দিনে ৩০ জন আটক করা হলো।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের হয়েছে জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
২ বছর আগে
সীতাকুণ্ড উপকূল থেকে নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক
সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট উপকূল থেকে ১৯ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে আটক করেছে পুলিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে জানা গেছে।
বুধবার বেলা ১১টার দিকে একটি বোটে করে সলিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফৌজদারহাট উপকূল এলাকায় আসলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দিলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদেরকে ফাঁড়িতে নিয়ে আসে।
আটকদের মধ্যে ৮ শিশু, ৪ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোস্তাকিম আরজু বলেন, একটি বোটে করে ২১ জন শিশু, নারী ও পুরুষ ফৌজদার হাট সাগর উপকূল এসেছে শুনে আমি দ্রুত সেখানে গিয়ে তাদেরকে আটক করে বিষয়টি চেয়ারম্যানকে জানাই। বোটে করে ২১ জন আসলেও সেখান থেকে দুজন যুবক পালিয়ে যায়। পরে ১৯ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে আবদুল হাবীব নামের একজন বলেন, তারা গত রবিবার আসরের পর নোয়াখালীর ভাসানচর থেকে ২১ জনের দল জনপ্রতি ১৩ হাজার টাকা করে বোট ভাড়া করে চারদিন সাগরে ভেসে ফৌজদারহাট উপকূল আসে। বোট থেকে তাদেরকে নামিয়ে দিয়ে মাঝি বোট নিয়ে দ্রুত চলে যায়।
আবদুর হাবীব আরও বলেন, ভাসানচরে আমাদের খুব কষ্ট হচ্ছে তাই আমরা কক্সবাজারে আগের জায়গাতে চলে যাচ্ছিলাম।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজিজের কাছ থেকে খবর পেয়ে ফৌজদারহাট সাগর উপকূল থেকে শিশু, নারী ও পুরুষ মিলে ১৯ জন রোহিঙ্গাকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসি। জানা গেছে ২১ জন বোট করে আসার পর সেখান থেকে ২ জন পালিয়ে যায়।
আটক রোহিঙ্গাদেরকে থানায় হস্তান্তর করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন: নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও ‘রোহিঙ্গা ইস্যু’ এজেন্ডায় থাকবে: ইইউ
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অঙ্গীকার মিয়ানমার প্রবাসী সরকারের
ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু
৩ বছর আগে
ধর্ষণের শিকার নারী-শিশুকে পুনর্বাসনসহ ক্ষতিপূরণ দিতে রুল
সারা দেশে ধর্ষণের শিকার নারী-শিশুদের প্রযোজ্য ক্ষেত্রে (প্রমাণিত হোক বা না হোক) পুনর্বাসনসহ ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে একটি নীতিমালা তৈরির নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
৩ বছর আগে
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৭ জন আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার পাঁচ নারী ও শিশুসহ সাতজনকে আটক করেছে বিজিবি।
৪ বছর আগে
বাগেরহাটে নারী-শিশুসহ ১২ রোহিঙ্গা আটক
বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজার থেকে বুধবার রাতে নারী-শিশুসহ দুই পরিবারের ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিরাজগঞ্জে নারী-শিশুসহ দগ্ধ ৬
সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ি গ্রামে রবিবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন।
৪ বছর আগে