নারী-শিশু
মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১০ জুন) ভোর সাড়ে ৬টার দিকে ৯৭/১ সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদের পুশ ইন করে বিএসএফ। পরে বিজিবি খবর পেয়ে তাদের আটক করে এবং মুজিবনগর থানা পুলিশকে হস্তান্তর করে।
পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন— কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ফুলমতি গ্রামের রহমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪২), তার স্ত্রী শাহাজাদী খাতুন (৩০), ছেলে মিরাজ আলী (১৫), একই থানার কবুরামাবুদ গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী লাভলী খাতুন (৪২), ছেলে হাছেন আলী (২০), বাবুল হোসেন (২৪), বাবুল হোসেনের স্ত্রী জেনমিন খাতুন (২০), ছেলে জহিদ হোসেন (৩), জাকির হোসেন (১), হাছেন আলীর স্ত্রী জান্নাতী খাতুন (১৮), ১০ দিন বয়সী মেয়ে হাসিনা খাতুন, শহরের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াসিন হোসেন (২৫)।
আরও পড়ুন: দিনাজপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন
পুলিশ জানায়, পুশ ইন হওয়া ব্যক্তিরা বিভিন্ন সময়— কেউ ১০ বছর আগে, কেউ ১৫ বছর আগে ভারতে গিয়েছিলেন এবং সেখানে বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “পুশ ইন হওয়া ব্যক্তিরা বাংলাদেশি বলে দাবি করছে। আমরা তাদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য মুজিবনগর থানায় হস্তান্তর করেছি।”
তিনি আরও বলেন, “পরবর্তীতে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। এছাড়া পুশ ইন বিষয়ে আমরা রাঙ্গেরপোতা ১৬১ বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি।”
১৭৭ দিন আগে
কুমিল্লা সীমান্তে ১৩ নারী-শিশুকে পুশ-ইন বিএসএফের
কুমিল্লা সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে অবৈধভাবে ভারত থেকে ঠেলে দিয়েছে(পুশ-ইন) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২২ মে) কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বিএসএফের পুশইন করার চেষ্টা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী
তিনি জনান, ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকার দিয়ে অবৈধভাবে বিএসএফ নারী-শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করে।
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। এদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং ৭জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করেছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিজিবি’র হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানিয়েছেন।
১৯৬ দিন আগে
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৯
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খোশালপুর ও সামন্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: গাজীপুরে অন্যের পরীক্ষা দিতে গিয়ে আটক ২
বিজিবি জানায়, মহেশপুরের কয়েকটি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে খোশালপুর সীমান্তের মাইলবাড়িয়া গ্রাম থেকে নারী ও শিশুসহ ৮ জন, সামন্তা সীমান্তের রুলি গ্রামের মোমিনতলা মোড় এলাকা থেকে ৮ জন ও আনন্দ বাজার গ্রাম থেকে ৩ বাংলাদেশিকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি রাজবাড়ী, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে।
২১২ দিন আগে
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৯ জন আটক
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (৭ মার্চ) বিকালে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ, দুটি শিশু ও চারজন নারী রয়েছে।
আটকরা হলেন— নড়াইল জেলার নড়াইল উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন মোল্লা (২৭), কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সাইদুল ইসলাম (২৭), মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের শিমুল হোসেন (৩২), যশোরের কেশবপুর উপজেলার করিমন বিবি (৫০), নড়াইল উপজেলার ছোট বাগডাঙ্গা গ্রামের জান্নাত (২৪), একই উপজেলার বাগডাঙ্গা গ্রামের বন্যা খাতুন (২২), একই উপজেলার বাগডাঙ্গা গ্রামের সোহাগী (২), নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের হালিমা খাতুন (৪) ও নড়াইল উপজেলার আমবাড়ি গ্রামের সোয়াইফা (৬০)।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের চেষ্টা: পঞ্চগড়ে দালাল ও শিশুসহ তিন বাংলাদেশি আটক
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোলের ধান্যখোলা ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল গনি বলেন, ‘অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৯ জন আটক করে।’
আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ধান্যখোলা ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল গনি।
২৪১ দিন আগে
পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ৮
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর চন্ডীপুর গ্রামের বিষ্ণজিত রায়, তার স্ত্রী খুশি রায় ও ছেলে প্রানাভি রায়। এছাড়া কাহারোল উপজেলা তেলিয়ান গ্রামের শ্রী রতন রায়, তার স্ত্রী চন্দনা রাণী রায়, ছেলে শ্রী সমর রায় ও মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড় বোদা উপাজেলাধীন উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায়।
সোমবার (২০ জুলাই) দুপুরে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোদা উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ সময় তিন শিশু ও দুই নারীসহ ৮ জনকে আটক করেন তারা।
আরও পড়ুন: বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ রোহিঙ্গা আটক
আটক ব্যক্তিরা ভারতে তাদের স্বজনদের বাড়িতে যেতে দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত প্রক্রিয়া চলছে। তবে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে শিশুদের তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
৩১৮ দিন আগে
ভারতে পাচার হওয়া ১৫ নারী-শিশু ফিরেছে দেশে
বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ১৫ বাংলাদেশি নারী-শিশু। ভারতে দুই বছর কারাভোগের পর শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ট্রাভেল পারমিট বেনাপোলে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাদের নিজস্ব সেল্টার হোমে নিয়ে গেছে।
ফেরত আসাদের মধ্যে ৯ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারা নড়াইল, খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, গত আড়াই বছর আগে অর্থের বিনিময়ে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতের মুম্বাই শহরে পাচার করে। পরে মুম্বাই রেল স্টেশনে রেখে পালিয়ে যায় দালালরা। সেখান থেকে পুলিশ তাদের আটক করে আদালতে নিয়ে যায়।
পরে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন। সাজার মেয়াদ শেষে আইনি প্রক্রিয়ায় শুক্রবার রাত সাড়ে ১০টায় ভারতীয় পুলিশ তাদের দেশে ফেরত পাঠায়।
ওসি জানান, ইমিগ্রেশনে সব আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় ১৫ জনকে হস্তান্তর করা হয়েছে। রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানা থেকে ছাড়িয়ে তাদের নিজস্ব শেল্টার হোমে নিয়ে যায়।
৩৪৯ দিন আগে
ঝিনাইদহের সীমান্তে নারী-শিশুসহ আটক ৩৬
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩৬ জনকে আটক করেছে ৫৮ (বিজিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।
আরও পড়ুন: মুনতাহা হত্যাকাণ্ড: এক নারীসহ আরও ৩ জন আটক
বুধবার (১৩ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টার খবরে টহল জোরদার করে বিজিবি। মাটিলা, বাঘাডাঙ্গা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত থেকে ৩৬ জনকে আটক করা হয়।
পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।
উল্লেখ্য, চলতি নভেম্বরে এখন পর্যন্ত মোট ১১৪ জনকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মুনতাহাকে হত্যার ঘটনায় গৃহশিক্ষিকাসহ আটক ৩
৩৮৭ দিন আগে
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, নারী-শিশুসহ আহত ৯
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ৯ জন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বৃষ্টি শুরু হলে সদর উপজেলায় দুইজন ও বালিয়াডাঙ্গী উপজেলায় একজন নিহত হন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
নিহতরা হলেন- শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৮), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৭) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৪)।
আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের রুমান (৮), রানা (১২), সাকিবুল (১১), ফুলতলা গ্রামের ফয়সাল (৭), উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। এরা সবাই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এছাড়াও সদর উপজেলার ৪ জন আহত হয়েছেন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বৃষ্টি চলাকালে পুকুরে গোসল করার সময় বজ্রপাতে আরিফুল ও মুনিরের মৃত্যু হয়। অন্যদিকে আতাউর মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার খবর পেয়েছি৷ বেশ কয়েকজন আহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু
৪৩৬ দিন আগে
বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরলেন আরও ৪২ বাংলাদেশি নারী-শিশু
বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ৪২ জন নারী ও শিশু বাংলাদেশে ফিরেছেন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।
আরও পড়ুন: বেনাপোলে পুকুরপাড় থেকে ১৬টি ককটেল উদ্ধার
তিনি আরও জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। দুই দেশের যৌথ প্রচেষ্টায় এসব নারী ও শিশুকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান ও পেট্রাপোল বিএসএফ কর্তৃপক্ষ।
ভুক্তভোগী রুবিনা খাতুন (ছদ্ম নাম) বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে সীমান্ত পথে তারা ভারতে গিয়েছিল। এরকম অনেকেই আছে। ভারতে গিয়ে বাসাবাড়ি বা কারখানায় কাজ করার সময় পুলিশের হাতে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়।
তিনি আরও বলেন, পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা শেষে কলকাতার বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের শেল্টার হোমের হেফাজতে নেয়। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
এরপর বেসরকারি সংস্থা রাইটস যশোর ৩২ ও মহিলা আইনজীবী সমিতি ১২ জন নারী-শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে পুলিশ।
রাইটস যশোর এর সিনিয়র প্রোগ্রাম অফিসার তৌফিক হোসেন বলেন, ফেরত আসাদের যশোর রাইটস যশোর ৩২ এবং মহিলা আইনজীবী সমিতি ১২ জনকে গ্রহণ করে নিজস্ব শেল্টারহোমে রাখবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ৪২ নারী ও শিশু দেশে ফিরেছে। ভারতে অনুপ্রবেশসহ নানা অপরাধে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে কিশোলয়, নবযাত্রা ও ধ্রুবাশ্রমসহ পশ্চিমবঙ্গের ১২টি শেল্টার হোমের হেফাজতে ছিলেন তারা।
আরও পড়ুন: বেনাপোলে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
বেনাপোল থেকে ২১টি ককটেল উদ্ধার
৭৪১ দিন আগে
মহেশপুর সীমান্তে দিয়ে দেশে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ২১
দেশে অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর থেকে নারী, শিশুসহ ২১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২২
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে বাংলাদেশি ২১ নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে চার জন পুরুষ, ১২ জন নারী ও পাঁচ শিশু রয়েছে।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের ও থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
১৪১৬ দিন আগে