বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ১৫ বাংলাদেশি নারী-শিশু। ভারতে দুই বছর কারাভোগের পর শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ট্রাভেল পারমিট বেনাপোলে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাদের নিজস্ব সেল্টার হোমে নিয়ে গেছে।
ফেরত আসাদের মধ্যে ৯ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারা নড়াইল, খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, গত আড়াই বছর আগে অর্থের বিনিময়ে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতের মুম্বাই শহরে পাচার করে। পরে মুম্বাই রেল স্টেশনে রেখে পালিয়ে যায় দালালরা। সেখান থেকে পুলিশ তাদের আটক করে আদালতে নিয়ে যায়।
পরে আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন। সাজার মেয়াদ শেষে আইনি প্রক্রিয়ায় শুক্রবার রাত সাড়ে ১০টায় ভারতীয় পুলিশ তাদের দেশে ফেরত পাঠায়।
ওসি জানান, ইমিগ্রেশনে সব আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় ১৫ জনকে হস্তান্তর করা হয়েছে। রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানা থেকে ছাড়িয়ে তাদের নিজস্ব শেল্টার হোমে নিয়ে যায়।