সংস্কার ও গণতন্ত্র
জুলাই অভ্যুত্থান সংস্কার ও গণতন্ত্রের বড় সুযোগ এনেছে: উইলিয়াম বি মিলাম
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশে ব্যাপক সংস্কার ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ এনে দিয়েছে।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত জন ড্যানিলোউইজ বলেন, ভুয়া খবর ও মিথ্যা তথ্যের হুমকি মোকাবিলায় বাংলাদেশের ইতিবাচক বক্তব্য ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবাধিকার গ্রুপ রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক মিলাম ও ড্যানিলোউইজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাবেক দুই কূটনীতিক স্বাধীনতার অধিকার নিয়ে কাজ এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে তাদের কাজ সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
অধ্যাপক ইউনূস অলাভজনক এই গ্রুপের কাজ এবং বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই কূটনীতিকের প্রচেষ্টার প্রশংসা করেন।
ঘণ্টাব্যাপী বৈঠকে অধ্যাপক ইউনূস কূটনীতিকদের বলেন, ছয়টি কমিশনের সুপারিশকৃত সংস্কার নিয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করবে।
'জুলাই সনদ আমাদের পথ দেখাবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের সুপারিশের কিছু অংশ অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে এবং বাকিগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে।
এ সময় তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বর্তমান সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের সহায়তা হ্রাসের প্রভাব, বিগত সরকারের সময় চুরি যাওয়া কোটি কোটি ডলার উদ্ধার, প্রধান উপদেষ্টার সার্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারে সম্মত হয়—তাহলে নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করার নির্দেশ প্রধান উপদেষ্টার
২৯৮ দিন আগে