অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে
সিরাজদিখানে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরায় সড়ক দুর্ঘটনায় সেন্টু ঘোষ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক প্রসেনজিৎ ঘোষ (৩০)।
শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে ইছাপুরা-সিরাজদিখান সড়কে ইছাপুরা গ্রামের নান্টুর দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত প্রসেনজিৎকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, শনিবার দুপুর ১টার দিকে ইছাপুরা-সিরাজদিখান সড়কে মোটরসাইকেলে তারা সন্তোষ পাড়ার দিকে যাচ্ছিল। ইছাপুরা গ্রামের নান্টুর দোকানের সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় দুজনেই রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলচালক প্রসেনজিৎকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার হাসপাতালে পাঠানো হয়।
নিহত সেন্টু ঘোষ নবাবগঞ্জ উপজেলার কৈইলাইল গ্রামের সুভাষ ঘোষের ছেলে। আহত প্রসেনজিৎ কেরাণীগঞ্জের রোহিতপুর এলাকার কানাই ঘোষের ছেলে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
৫৫ দিন আগে