ডোবার পানি
সিরাজগঞ্জে ডোবার পানিতে পড়ে ২ বোন নিহত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ডোবার পানিতে পড়ে দুই শিশু নিহত হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
নিহতরা হলো— বিলচতল গ্রামের হাফিজার মেয়ে তন্নি খাতুন (৯) ও তার ভাগ্নি অনিকা খাতুন (৮)।
শুক্রবার (৮ মার্চ) বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ কলেজছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
তিনি বলেন, ‘শিশুদুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।’
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির লাশ উদ্ধার করলেও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
৫৫ দিন আগে