ন্যাশনাল চার্টার
‘ন্যাশনাল চার্টার’ প্রণয়নে দ্রুতই ঐকমত্য গড়তে চায় কমিশন: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, 'ন্যাশনাল চার্টার' প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত ঐকমত্য তৈরি করতে চায় কমিশন।
সোমবার (১০ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, বাংলাদেশে অতীতে যেভাবে অধ্যাদেশ জারি করা হয়েছে, তেমনিভাবে অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব।
আলী রীয়াজ বলেন, ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত পাওয়া যাবে বলে আশা করছেন তারা। তিনি বলেন, কমিশন এ বিষয়ে যেকোনো প্রশ্নের উত্তর দিতে বা ব্যাখ্যা দিতে সর্বদা প্রস্তুত।
আরও পড়ুন: সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান হলেন অধ্যাপক আলী রীয়াজ
আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত পেলেই তাদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করবে কমিশন।
এসব আলোচনার সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে দলগুলোর মতামত পাওয়া মাত্রই—তা শুরু হবে বলে জানান তিনি।
কমিটির সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আবদুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন।
২০ দিন আগে