বিজিবি সদস্যে
চোরাকারবারি ধরতে গিয়ে সড়কে প্রাণ গেল বিজিবি সদস্যের
বেনাপোলে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন (৪৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
এসময় দেলোয়ার হোসেন (৪৪) নামে আরও একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পুটখালী সীমান্তের আহমদ ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভারত থেকে পাচার করে আনা মাদকের একটি চালান নিয়ে সীমান্তের বারোপোতা বাজারে চোরাকারবারিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সিপাহী মোজাম্মেল হোসেন ও হাবিলদার দেলোয়ার হোসেন দ্রুতগতিতে মোটরসাইকেলযোগে তাদের ধাওয়া করতে যান। তখন আহমদ ব্রিজ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার পাশে ছিটকে পড়েন।
আরও পড়ুন: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোজাম্মেলের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। আহত দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সিপাহী মোজাম্মেল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার। তিনি বলেন, চোরাকারবারিদের ধরতে বিজিবির অভিযান অব্যহত রয়েছে।
৫৩ দিন আগে