সীমানাপ্রাচীর
সিরাজগঞ্জে সীমানাপ্রাচীর ধসে ২ শ্রমিক নিহত
সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় বাড়ির সীমানাপ্রাচীর ধসে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৫ মার্চ) সকালে পৌর এলাকার ইমরুলের বাড়ির সীমানাপ্রাচীর ঘেঁষে ড্রেনের খনন কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী মধ্যেপাড়া গ্রামের কমল দাস ও কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের রাজা শেখ।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, শনিবার ইমরুলের বাড়ির পুরোনো সীমানা প্রাচীর ঘেঁষে ড্রেনের খনন কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় প্রাচীরটি ধসে দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন ও তিন শ্রমিক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, এই ঘটনায় স্থানীয়দের দাবি, ঠিকাদারের গাফলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্ত চলছে, শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে।
৬ দিন আগে