ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে সম্মিলিত নাগরিক সমাজ।
পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল ১১টায় মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন সেতু এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও ছাত্র-জনতা জড়ো হন।
সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ ও সদস্য সচিব সামসুল হুদার নেতৃত্বে অবরোধ চলাকালে মেডিকেল কলেজ বন্ধ করার চক্রান্ত থেকে সরে আসার আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন: গাজীপুরে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ
বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্যসেবা। অথচ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান খসরু শিক্ষক সংকট ও মানহীন মেডিকেল কলেজের কালিমা দিয়ে মেডিকেল কলেজটি বন্ধের চক্রান্ত করছেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি এমন কর্মকাণ্ড থেকে সরে না আসলে আগামীতে মহাসড়কের পাশাপাশি রেল যোগাযোগ বন্ধ করে দেবে হবিগঞ্জ জেলার ২৫ লাখ মানুষ।
সবশেষ দুপুর ১টায় পর্যন্ত মহাসড়ক অবরোধের কারণে সিলেটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এসময় মহাসড়কের উভয়পাশে শত শত যাত্রী ও মালবাহী যানবাহন আটকা পড়ে
১৫ দিন আগে