ইফতার আইটেম
রাজধানীতে মধ্যবিত্তের পছন্দ বেইলি রোডের ইফতার আইটেম
রাজধানীতে উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের বড় একটি অংশের পছন্দ বেইলি রোডের সারি সারি রেস্টুরেন্টে সাজানো নানা পদের ইফতার আইটেম। সরেজমিনে ইফতারের আগ মুহূর্তে এলাকাটি ঘুরে দেখা যায়, স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় শতাধিক ইফতার পণ্যের দোকান গড়ে উঠেছে বেইলি রোডে।
দশ টাকার চপ থেকে শুরু করে এই এলাকার ইফতারির দোকানগুলোতে হাজার টাকার ওপরে অহরহ ইফতার আইটেম বিক্রি হচ্ছে। নামজাদা রেস্তোরাঁ থেকে শুরু করে একেবারে স্ট্রিট কার্টের খাবারেও মানুষের উপচেপড়া ভিড়।
বেইলি রোডের নওরতন কলোনির বাসিন্দা রোহান বলেন, এই এলাকার রেস্টুরেন্টগুলো মূলত মধ্যবিত্তের জন্য। মধ্যবিত্ত যেমনি ১০ টাকার পেঁয়াজু বা আলুর চপ খায়, আবার হাজার টাকার বাকলাভাও ভালোবাসে, তাদের এই পাঁচমিশালি চাহিদার কথা মাথায় রেখেই এ এলাকায় রমজানে রেস্টুরেন্টগুলোতে ইফতার আইটেমগুলো সাজানো হয়।
৪৪ দিন আগে