রাষ্ট্র পরিচালনা
ক্ষমতায় গেলে জবাবদিহির অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
জামায়াত দেশে কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে সকল ক্ষেত্রে আল্লাহ তা’য়ালা ভয় ও জবাবদিহির অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে। দুনিয়ার কোনো পরাশক্তির কাছে মাথানত করা হবে না। তিনি দেশ ও জাতির কল্যাণে নতুন প্রজন্মকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।’
শনিবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর কাফরুলের তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল মাঠে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত সহযোগি সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেশে হযরত ওমরের (রা.) মতো সমাজ প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এ কাজ করতে গেলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, মত-পথ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য সকলকে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে।
আরও পড়ুন: দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম খান
তিনি বলেন, যুব সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে। কারণ, বিশ্বের যত বড় বড় অর্জন সবই এসেছে যুব সমাজের হাত ধরেই। তাই দেশ ও জাতির এমন ক্রান্তিকালে দেশের নতুন প্রজন্মকেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
জামায়াতপ্রধান বলেন, মোমিন জীবনের প্রকৃত সাফল্যই হচ্ছে শাহাদাত। মূলত, নবুয়াতের দরজা বন্ধ হলেও এখনো শাহাদাতের দরজা বন্ধ হয়নি। আর শাহাদাতের মৃত্যুই হচ্ছে সবচেয়ে সম্মান ও মর্যাদার। তাই মরতে যখন হবেই তখন আমাদের সকলের শাহাদাতের মৃত্যুই কাম্য।
তিনি নিজের জন্য শাহাদাতরে তামান্নার কথা উল্লেখ করে বলেন, দেশে দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি একজনেরও শাহাদাতের প্রয়োজন হয়, তাহলে সে শাহাদাত যেন আল্লাহ তা’য়ালা তার জন্যই নসীব করেন। তিনি সকলকে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
থানা আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
২০১ দিন আগে
সংকট উত্তরণে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ বিএনপিকে দরকার: মুরাদ
বাংলাদেশ এখন অর্থনৈতিক ও সামাজিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে বলে জানিয়েছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
তিনি বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণের জন্য এমন সরকার দরকার, যাদের বিগত দিনে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। সেটি একমাত্র বিএনপিই হতে পারে।’
সোমবার (২৩ মার্চ) ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
মুরাদ বলেন, ‘জিয়া পরিবারের হাতে বাংলাদেশ নিরাপদ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়া জেল খেটেছেন। তারেক রহমান নির্যাতিত হয়েছেন। গণতন্ত্রের জন্য তাদের চেয়ে বেশি ত্যাগ কেউ স্বীকার করেনি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন।
তিনি বলেন, দেশের মানুষে তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা কখন দেশে আসবেন, কখন তারেক রহমান দেশের দায়িত্বভার বুঝে নেবেন—সেই কাঙ্ক্ষিত দৃশ্য দেখতে চায় জনগণ।’
আরও পড়ুন: দেশ স্বৈরাচারমুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: মুরাদ
তিনি আরও বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সেনাবাহিনী হচ্ছে জনগেণর শেষ আশ্রয়স্থল, দেশের গর্ব। তাদের সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।’
স্থানীয় বিএনপি নেতা ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন লোকমান হোসেন, সোলায়মান হোসেন, খলিলুর রহমান, এবাদুল হক জাহিদ, মিজানুর রহমান জুয়েল, মো. শাহজাহান, মো. সুমন, মো. জামান, ইশতিয়াক আহম্মেদ ফারুক, ফরহাদ হোসেন রিমন ও মোশাররফ হোসেন প্রমুখ।
২৫৫ দিন আগে