ডা. এনামুর রহমান
দুর্যোগের ঝুঁকি কমাতে বাংলাদেশের বাজেটের ১১ শতাংশ বরাদ্দ করা হয়: প্রতিমন্ত্রী
দুর্যোগের ঝুঁকি কমাতে বাংলাদেশের জাতীয় বাজেটের ১১ শতাংশ বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
তিনি বলেন, ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশলটি দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য জাতীয় পরিকল্পনা ২০২১-২০২৫ এ অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় বাজেটের প্রায় ৯ থেকে ১১ শতাংশ দুর্যোগ ঝুঁকি হ্রাসে বরাদ্দ করা হয়।'
বৃহস্পতিবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তরে দুইদিনব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পর্কিত এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠকে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক বৈঠকের প্রথম দিনে প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিজেদের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যত প্রতিশ্রুতি তুলে ধরেন। দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিনিয়োগকে তিনি ব্যয় হিসেবে মনে করেন না।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখার কারণে উপকূলের ৬ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে: ত্রাণ প্রতিমন্ত্রী
তিনি দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে বিশ্বে বাংলাদেশের রোল মডেল হয়ে ওঠা এবং গত ৭ বছর জাতীয় বাজেটের ৮ দশমিক ৮ শতাংশ দুর্যোগ ঝুঁকি হ্রাস খাতে সরকারের বরাদ্দ দেয়ার বিষয়টিও উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, করোনা মহামারির ভেতর বাংলাদেশ ২০২০ সালে পাঁচবার বন্যা ও ঘূর্ণিঝড় আম্ফানের মতো দুর্যোগ দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে।
ডা. এনামুর রহমান বলেন, 'ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ২০০৭ সালে যেখানে মৃত্যুর হার ছিল ৩ দশমিক ১০ সেখানে ২০২০ সালে সেটি উল্লেখযোগ্যভাবে কমে শূন্য দশমিক ২০ শতাংশে গিয়ে ঠেকেছে। দুর্যোগে প্রাণহানি একক সংখ্যায় নেমে এসেছে। ২০০৫ থেকে ২০১৫ সালের তুলনায় ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এবং বাসস্থানের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।'
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র জানায়, দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পর্কিত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠকটি আগামী শুক্রবার (১৯ মে) শেষ হবে।
এই বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন: দুর্যোগ মোকাবিলায় টেলিযোগাযোগ সেবা খুবই গুরুত্বপূর্ণ: ত্রাণ প্রতিমন্ত্রী
উপকূলীয় ১৩ জেলায় আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং: ত্রাণপ্রতিমন্ত্রী
১ বছর আগে
১৪ মে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশে আছড়ে পড়তে পারে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় মোখা আরও ঘনীভূত হয়ে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। তবে আবহাওয়াবিদরা ভবিষ্যদ্বাণী করছেন যে সময় এটি ভূমিতে আঘাত হানবে, এটি সম্ভবত একটি গুরুতর ঘূর্ণিঝড়ের রূপ নেবে।
ঘূর্ণিঝড়টি রবিবার (১৪ মে) নাগাদ কক্সবাজার উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানান তিনি।
বুধবার বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকার সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের আগাম ধান ও অন্যান্য ফসল কাটার নির্দেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
এর আগে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা পূর্বাভাস দিয়েছি যে এটি একটি সুপার সাইক্লোনে পরিণত হবে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২০-২৩২ কিলোমিটার হতে পারে।’
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
তিনি বলেন, ‘পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ১৩ মে সন্ধ্যা থেকে ১৪ মে সকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে।’
বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন দেশের পূর্বাভাস সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড়টি এখন উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, ‘এটি এখনও বাংলাদেশের উপকূল থেকে গড়ে দেড় হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি ১২ মে এর মধ্যে উত্তর-পূর্ব দিকে মোড় নেবে।’
প্রকৃতপক্ষে, ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুসারে, সিস্টেমটি বুধবার ভোরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার সকাল ৬টা পর্যন্ত, এটি পোর্ট ব্লেয়ার (আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শহর) থেকে প্রায় ৫৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং সিত্তওয়ে (মিয়ানমার) এর এক হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত ছিল।
আরও পড়ুন: ‘মানদৌস’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলাদেশে আঘাত হানবে না: আবহাওয়া অধিদপ্তর
ভারতের আবহাওয়া বিভাগ(আইএমডি) বলেছে যে গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। একটি সিস্টেমকে ঘূর্ণিঝড় হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় যখন এর ৩ মিনিটের গড় সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘন্টায় ৬৩-৮৮ কিলোমিটার হয়।
ঘূর্ণিঝড় মোখা তারপর উত্তর-উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে এবং বৃহস্পতিবার সকাল নাগাদ ধীরে ধীরে শক্তিশালী ঘূর্ণিঝড় (বাতাসের গতিবেগ ৮৯-১১৭ কিলোমিটার প্রতি ঘণ্টা) এবং তারপরে একটি খুব প্রবল ঘূর্ণিঝড় শুক্রবার সকালে (১১৮-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা) হবে।
তারপরে, এটি ধীরে ধীরে ফিরে আসবে এবং বাংলাদেশের উপকূলের উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।
যদিও আইএমডি অনুসারে এটি শনিবার (১৩ মে) দুর্বল হতে শুরু করবে।
রবিবার (১৪ মে) বিকালে, এটি দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মিয়ানমার উপকূলে — বাংলাদেশের কক্সবাজার এবং কিয়াউকপিউ (মিয়ানমার)-এর মধ্যে-একটি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে, সর্বোচ্চ ১১০-১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগসহ প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে স্থলভাগে আছড়ে পড়বে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সারাদেশে ২৬ জনের মৃত্যু
১ বছর আগে
দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে, দাবি ত্রাণ প্রতিমন্ত্রীর
সাভার, ২৮ আগস্ট (ইউএনবি)- সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
৫ বছর আগে