ঈদ শেষ
ঈদ শেষে পাটুরিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ
ছুটি শেষ না হলেও ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ফেরি ও লঞ্চে চড়ে আসতে থাকে কর্মস্থলগামী মানুষজন।
আসতে কোনো ধরনের ভোগান্তি না থাকলেও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে চাপ বাড়লেও ঈদযাত্রায় ভোগান্তি নেই
এদিকে বাড়তি ভাড়া আদায় রোধে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করছে শিবালয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শিবালয় উপাজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ২টি লঞ্চকে ২৬ হাজার টাকা ও দুইটি বাসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘাট কর্তপক্ষ জানায়, নির্বিঘ্নে ও নিরাপদে যাত্রী পারাপারের জন্য পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০ লঞ্চ নিয়োজিত রয়েছে।
২৯ দিন আগে