লেনদেনে
ছুটি শেষে স্বাভাবিক লেনদেনে ফিরেছে পুঁজিবাজার
ঈদুল ফিতরের দীর্ঘ নয় দিন ছুটি কাটিয়ে স্বাভাবিক লেনদেনে ফিরছে পুঁজিবাজার। লেনদেনের শুরুর দুই ঘণ্টায় ঢাকার বাজারে সূচক কমলেও, বেড়েছে চট্টগ্রামে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৬ এপ্রিল) লেনদেনের শুরুতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়া ভিত্তিক ডিএসইএসের সূচক ৩ পয়েন্ট কমলেও ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৫ পয়েন্ট।
আরও পড়ুন: পুঁজিবাজারে সবকটি সূচক বাড়লেও ব্যাংক খাতে সুখবর নেই
ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানিরই দাম কমেছে। লেনদেনে ২৬৭ কোম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে দাম বেড়েছে ৯৭ এবং অপরিবর্তিত আছে ২৬ কোম্পানির দাম।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইর লেনদনে ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
চট্টগ্রামে লেনদেন চলছে উত্থানে
ডিএসইতে প্রধান সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চললেও চট্টগ্রামে বেড়েছে সার্বিক সূচক।
লেনদেনের প্রথম দুই ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট। যদিও দাম কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির।
আরও পড়ুন: পতন দিয়ে শেষ পুঁজিবাজারের শেষ কার্যদিবসের লেনদেন
লেনদেনে অংশ নেয়া ১১০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩, কমেছে ৫৩ এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথম দুই ঘণ্টায় মোট লেনদেন ১ কোটি ৪০ লাখ টাকা ছাড়িয়ে গেছে।
২৮ দিন আগে