নববর্ষের ঐকতান
‘আনন্দ শোভাযাত্রায়’ বরণ নতুন বছরকে
পুরাতনকে পেছনে ফেলে নব উদ্যমে এগিয়ে চলার বার্তা নিয়ে দেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। ভিন্ন আঙ্গিকে এবার চলছে বর্ষবরণের আয়োজন। বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এবারের প্রতিপাদ্য—‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখের আয়োজন নতুন আঙ্গিক পেয়েছে। এতে অংশ নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়েছে।
এবারের শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিচ্ছেন। শোভাযাত্রায় রয়েছে সাতটি বড় মোটিফ, সাতটি মাঝারি মোটিফ ও সাতটি ছোট মোটিফ।
১৯ দিন আগে