বৃষ্টিতে নগরবাসীর স্বস্তি
বৈশাখের উত্তাপের মধ্যে হঠাৎ বৃষ্টিতে নগরবাসীর স্বস্তি
তীব্র গরমের মধ্যে বৈশাখের তৃতীয় দিনে নগরবাসীকে স্বস্তি এনে দিয়েছে কয়েক পশলা হঠাৎ বৃষ্টি। বুধবার (১৬ এপ্রিল) বিকাল পৌনে ৩টার দিকে আকাশ মেঘলা হতে থাকে। তিনটার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি নেমে আসে। সঙ্গে বয়ে যায় হালকা বাতাস। বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা।
এতে গরমের উত্তাপের মধ্যে কিছুটা হলেও শান্তি অনুভব করছেন নগরবাসী। এই প্রতিবেদন লেখার সময় বিকাল ৫টা ২১ মিনিটেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
তবে স্বস্তির পাশাপাশি ভোগান্তিও সইতে হচ্ছে নগরবাসীকে। হঠাৎ বৃষ্টিতে গণপরিবহন বা বাস থেকে নেমেই ভিজতে হয় তাদের। আবার অল্প বৃষ্টিতেও রাস্তায় পানি জমলে অস্বস্তিতে পড়তে হয়েছে পথচারীদের।
২৩৩ দিন আগে