মেয়র আইভী
মেয়র আইভীর ভাইয়ের মামলায় সাংবাদিক কারাগারে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ভাই আলী রেজা রিপনের করা তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) মামলায় সিফাত আল রহমান লিংকন নামে এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার বিকালে জ্যৈষ্ঠ বিচারিক হাকিম আহম্মেদ হুমায়ূন কবিরের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
লিংকন আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। এছাড়া স্থানীয় দৈনিক সংবাদ চর্চার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ বার্তা নামে একটি অনলাইনের নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক।
এর আগে শুক্রবার রাত ২টায় কলেজ রোডের বাসা থেকে সাংবাদিক লিংকনকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানায় নেয়া হয়।
গ্রেপ্তারের পর সাংবাদিক লিংকন বলেন, এটি একটি মিথ্যা মামলা। সংবাদ প্রকাশের জের ধরে মেয়র আইভীর ভাই এ মামলা করেন।
আদালত পরিদর্শক আসাদুজ্জামান জানান, আইসিটি আইনের মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা বলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে জ্যৈষ্ঠ বিচারিক হাকিম আহম্মেদ হুমায়ূন কবিরের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৭ সালের ১৫ এপ্রিল আলী রেজা রিপন সদর মডেল থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় চারজন সাংবাদিকের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এর মধ্যে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদল ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহাম্মদ সংশ্লিষ্ট আদালত থেকে জামিন নিয়েছেন।
আরও পড়ুন: বাবার কবরের পাশে কাঁদলেন মেয়র আইভী
ওসমান পরিবার ‘খুনি’ পরিবার: আইভী
৩ বছর আগে
বাবার কবরের পাশে কাঁদলেন মেয়র আইভী
পিতার কবর জিয়ারত করতে গিয়ে অঝোরে কাঁদলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
৪ বছর আগে