ময়মনসিং
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ফুটবলার নিহত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২৫) নামে এক ফুটবলার নিহত হয়েছেন। শুক্রবার ২ মে) দুপুরে উপজেলার বড়জোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তাইজুল মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে এবং ময়মনসিংহ মোহামেডান ক্লাবে ও স্থানীয় আব্দুল হালিম ফুটবল একাডেমীর নিয়মিত ফুটবলার ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তাইজুল নিজ বাড়ির পাশে জমিতে ধান কাটতে যায়। এ সময় খেতের পাশে থাকা সেচ মোটরের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
এ বিষয়ে স্থানীয়ের দাবি, এমন এলোমেলো বৈদ্যুতিক তার ও ত্রুটিপূর্ণ সংযোগের কারণে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
২১৬ দিন আগে