প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে মামুন মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৪ মে) সন্ধ্যায় নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড শম্ভুগঞ্জ নলুয়াপাড়া এলাকার আব্দুল হকের নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মামুন মিয়া (১৯) সদর উপজেলার আলালপুর নামাপাড়া এলাকার কাছু মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে আব্দুল হকের বাড়ির নির্মাণ কাজ চলছিল। মামুন মিয়া নির্মাণ শ্রমিকদের সঙ্গে কাজ করে আসছিলেন। তিন মাস আগে নির্মাণ করা সেপটিক ট্যাংক থেকে সেন্টারিংয়ের কাঠ তুলতে সেপটিক ট্যাংকে নামে মামুন মিয়া। কিছুক্ষণ পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ট্যাংকের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তারা থানায় খবর দেন।
আরও পড়ুন: ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের দল এসে মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, তারা মামুনকে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২১৪ দিন আগে