শৌচাগার
চুয়াডাঙ্গায় হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শৌচাগার থেকে এক মেয়ে নবজাতক উদ্ধার করা হয়েছে। তবে সদ্য ভূমিষ্ট নবজাতকের মায়ের সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (১২ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।
আরও পড়ুন: ফতুল্লায় কাগজের বাক্সে নবজাতকের লাশ!
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম এ তথ্য নিশ্চিত করেন।
মহিলা মেডিসিন ওয়ার্ডের স্বেচ্ছাসেবী রেশমা খাতুন বলেন, রাত আড়াইটার দিকে এক রোগী শৌচাগারের যান। সেখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমাদের জানান। আমি গিয়ে দেখি শৌচাগারের (কমোডের) মধ্যে নবজাতকের মাথা ও বাইরে দেহ ছিল। দ্রুত তাকে উদ্ধার করে জরুরি বিভাগের চিকিৎসা শেষে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে শৌচাগারে বাচ্চাটি ভূমিষ্ট হয়েছে। তবে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, বাচ্চার মাকে পাওয়া যায়নি।
আরএমও ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, গভীর রাতে শৌচাগার থেকে পাওয়া নবজাতকটি উদ্ধার করে কর্মরত নার্স ও স্বেচ্ছাসেরীরা। সদর হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। বর্তমানে আমাদের সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখার কাছে আছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা পরিচয় শনাক্তে কাজ করছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ বাচ্চাটির পরিচয় শনাক্তে কাজ করছে।
আরও পড়ুন: সিলেটে রাস্তার পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার
কুমিল্লা জেনারেল হাসপাতালে নানির কোল থেকে নবজাতক চুরি
৫০৪ দিন আগে
শৌচাগার ও টিউবওয়েল নেই লক্ষ্মীপুরের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে
লক্ষ্মীপুরের রায়পুরে ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার ও টিউবওয়েল না থাকায় চরম বিপাকে পড়েছে বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীরা।
১৮৫৮ দিন আগে