ওমরাহ
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মির্জা ফখরুল
ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির একান্ত সহকারী এম ইউনুস আলী ইউএনবিকে জানান, জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল বলেন, 'আমি ওমরাহ পালন করতে গিয়েছিলাম। দেশের মানুষের জন্য দোয়া করেছি।’
আরও পড়ুন: ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল
এর আগে গত ৫ মে ওমরাহ পালন ও মসজিদুল হারামে নামাজ আদায় করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী। এ সময় তাদের সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী।
বাংলাদেশ ও দেশের জনগণ তথা সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের লাখ লাখ নেতা-কর্মীর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেছেন তারা।
এর আগে ২ মে ফখরুল ও তার স্ত্রী ঢাকা থেকে মদিনায় যান। সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কবর জিয়ারত করেন তারা।
শুক্রবার (৩ মে) মসজিদে নববীতে জুমার নামাজও আদায় করেন তারা।
৫ মে ওমরাহ পালন শেষে মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন এই দম্পতি।
আরও পড়ুন: ওমরাহ পালনে সৌদি আরব গেলেন মির্জা ফখরুল
৬ মাস আগে
রমজানে পবিত্র নগরী মক্কা-মদিনায় ওমরাহ পালনকারীদের উপচে পড়া ভিড়
পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে আসছেন হাজারো মুসল্লি। রমজানের শুরু থেকে সৌদি আরবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়ছে।
আরবি বর্ষপঞ্জির নবম মাস রমজান। এ সময় সৌদি আরবে সবচেয়ে ভালো আবহাওয়া বিরাজ করে এবং প্রার্থনা, আত্মমূল্যায়ন ও ধর্মীয় নিষ্ঠার জন্য উৎসর্গ করা এই পবিত্র মাস ঐতিহ্যগতভাবে ওমরাহ পালনের শ্রেষ্ঠ সময় হিসেবে গণ্য করা হয়।
যদিও অত্যধিক উষ্ণ তাপমাত্রার জন্য মক্কা সুপরিচিত তবে আশ্চর্যজনকভাবে মার্চ মাসে একটি মনোরম আবহাওয়া বিরাজ করছে।
রমজানের প্রথম জুমা শুক্রবার (১৫ মার্চ) মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি।
গ্র্যান্ড মসজিদ ও এর আঙিনাজুড়ে ইসলাম ধর্মের অনুসারীদের ভিড় ছিল এবং কেন্দ্রীয় হারাম এলাকার রাস্তা জুড়েও অবস্থান নেন তারা।
অনেকেই নিজ নিজ হোটেল থেকে জুমা আদায় করেছেন, যেসব স্থান অডিও ট্রান্সমিশনের মাধ্যমে গ্র্যান্ড মসজিদের সঙ্গে সংযুক্ত রয়েছে।
এদিকে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার জনকে ওমরাহতে নিমন্ত্রণ জানান।
২০২৪ সালের চতুর্থ ও চূড়ান্ত ব্যাচের প্রতিনিধিত্বকারী হিসেবে ইউরোপ ও এশিয়া মহাদেশের ১৬টি দেশের ২৫০ জন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও নারী-পুরুষ ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফর করছেন।
বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে রয়েছেন ইসলামিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী, ইনফ্লুয়েন্সার, লেখক, বক্তা, শিক্ষক।
শিক্ষক মুনজেরিন শহীদ বলেন, ‘সত্যি বলতে, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এসব ঐতিহাসিক স্থানের গল্প জানতাম। এবার নিজের চোখে দেখার সুযোগ পেলাম।’
তিনি বলেন, এখানে ভাষাগত কোনো বাধা বা সাংস্কৃতিক কোনো বিভাজন নেই।
স্বামী আয়মান সাদিকের সঙ্গে প্রথম ওমরাহ পালন করতে আসা মুনজেরিন বলেন, ‘আমি মানুষের মধ্যে অসাধারণ ঐক্য দেখতে পাচ্ছি। আমার আবার আসার ইচ্ছা আছে।’
৮ মাস আগে
বাংলাদেশিদের ওমরাহ যাত্রা সহজ করতে নুসুক প্ল্যাটফর্মের প্রস্তাব সৌদি আরবের
বাংলাদেশি দর্শনার্থীদের প্রবেশযোগ্যতা বাড়াতে এবং ওমরাহ যাত্রা সহজ করতে নুসুক প্ল্যাটফর্মের প্রস্তাব দিয়েছে সোদি আরব।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক রোড শোতে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়াহ এই প্রস্তাব দেন।
২০২২ সালে চালু হওয়া নুসুক মক্কা ও মদিনায় হজ বা ওমরাহ’র ভ্রমণসূচি তৈরির জন্য প্রথমবারের মতো অফিসিয়াল পরিকল্পনা, বুকিং এবং অভিজ্ঞতার প্ল্যাটফর্ম।
নুসুকের মাধ্যমে সারা বিশ্বের ভ্রমণকারীরা সহজেই ই-ভিসার জন্য আবেদন করা থেকে শুরু করে হোটেল এবং ফ্লাইট বুকিং পর্যন্ত তাদের পুরো প্রক্রিয়াটি সংগঠিত করতে পারেন।
সৌদি সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ নুসুক বাংলাদেশিদের জন্য এর অফিসিয়াল ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্মের প্রচারে প্রথম রোড শো আয়োজন করে। এখানে নুসুক এপিএসি প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগসহ সৌদি প্রতিনিধিদের উপস্থিতিতে আধ্যাত্মিক ও পর্যটন উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করা হয়।
রোড শোতে ওমরাহ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, ট্রেড অ্যাসোসিয়েশনসহ বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন অংশ নেয়।
আরও পড়ুন: ব্রিকস জোটে যোগ দিতে যাচ্ছে ইরান, সৌদি আরব ও মিশরসহ ৬ দেশ
পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের চেয়ারম্যান ড. তৌফিগ আল-রাবিয়াহ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে পরীক্ষিত ও প্রমাণিত হয়েছে। আমরা একে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে কাজ করছি।’
তিনি বলেন, দুটি পবিত্র মসজিদের রক্ষক হিসেবে সারা বিশ্ব থেকে আল্লাহর মেহমানদের স্বাগত জানাতে পারা আমাদের জন্য অত্যন্ত সম্মান ও সৌভাগ্যের বিষয়।
তিনি আরও বলেন, ‘এটি আমাদের পবিত্র দায়িত্ব এবং তীর্থযাত্রীদের আধ্যাত্মিক যাত্রা নিরাপদ, সহজ, ঝামেলামুক্ত এবং আরামদায়ক করার জন্য আমরা সম্ভাব্য সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ক্রমাগত আপনাদের তীর্থযাত্রার অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য কাজ করছি।’
নুসুকের ব্যবস্থাপনা পরিচালক ফাহাদ হামিদাদ্দিন বলেন, আন্তঃসরকার ও বাণিজ্যিক অংশীদারের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে এই রোড শো প্রত্যাশা ছাড়িয়ে গেছে। যা দেশটির ভ্রমণকারীদের জন্য অসাধারণ সম্ভাবনা উন্মোচনে আমাদের সাহায্য করেছে।
আরও পড়ুন: বাংলাদেশে আকাশ সীমা সুযোগ নিয়ে সৌদি মন্ত্রীর বক্তব্য
তিনি বলেন, এ বছর সৌদি আরব এ পর্যন্ত ৩ লাখ ৩২ হাজারের বেশি বাংলাদেশি ভ্রমণকারীকে স্বাগত জানিয়েছে এবং ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৩০ লাখে উন্নীত করার প্রত্যাশায় রয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের মূল বাণিজ্য অংশীদারদের একসঙ্গে কাজ করতে এবং আমাদের ভাই ও বোনদের ওমরাহ স্বপ্ন এবং আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমৃদ্ধির সুবিধার্থে তাদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে আগ্রহী।’
নুসুক এপিএসি সভাপতি আলহাসান আলদাববাগ বলেন, ‘nusuk.sa এর মাধ্যমে আমাদের লক্ষ্য বিশেষত ওমরাহ যাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য স্বাচ্ছন্দ্য এবং প্রবেশযোগ্যতা বৃদ্ধি করা।’
সৌদি আরব এই মিশনকে এগিয়ে নিতে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে- মুসলিম দর্শনার্থীরা অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তিনি বলেন, ‘আমরা ২৪ ঘন্টার মধ্যে ভিসা প্রক্রিয়াকে সহজতর করেছি এবং ইউকে/ ইউএস/শেনজেন পাসপোর্টধারীদের ভিসা-অন-অ্যারাইভাল পরিষেবা দিচ্ছি, যাতে তারা অবাধে ওমরাহ পালন করতে পারে এবং দেশের অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্য অন্বেষণ করতে পারে।’
আলহাসান আলদাববাগ আরও বলেন, সৌদি আরব ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিন করেছে। ওমরাহ যাত্রীদের জন্য বীমা খরচ কমিয়েছে এবং যে কোনো ধরনের ভিসার সঙ্গে জমজমের পানি সহজলভ্য করেছে। বাংলাদেশ ৯৬ ঘণ্টার স্টপওভার ভিসার জন্যও যোগ্য। এর মাধ্যমে মুসলমানরা ভ্রমণ বিরতি হিসেবে ওমরাহ পালন করতে পারবে।
আরও পড়ুন: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সৌদির সমর্থন থাকবে: সৌদি মন্ত্রী
১ বছর আগে
ট্রানজিট নিয়ে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ জানিয়েছেন, বিদেশগামী বাংলাদেশিরা এখন থেকে ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে সৌদি সরকারের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: ওমরাহ ই-ভিসা: বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের জন্য বায়োমেট্রিক তথ্য আবশ্যক
এসময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে হজ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, শুধু সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ হবে ৪ দিন।
তিনি বলেন, এ ছাড়া ওমরা ভিসার মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের হজ কোটা বাড়ানো এবং হজ খরচ কমানো বিষয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: ওমরাহ করতে গিয়ে বাংলাদেশির ইন্তেকাল
সৌদি সরকার বিদেশি তীর্থযাত্রীদের ওমরাহ বীমা খরচ ৬৩% কমিয়েছে
১ বছর আগে
সৌদি আরেব ওমরাহ করে ফেরার পথে দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের মক্কা নগরীতে ওমরাহ করে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) সৌদি আরবের সময় দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মাঝির (৩২) বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে। এই দুর্ঘটনায় তার বাবা বাচ্চু মিয়া (৫৫) এবং ছোট ভাই রাকিবসহ (২৫) আরও একজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: জার্মানে করোনায় চাঁদপুর প্রবাসীর মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহেল খান।
তারা জানান, প্রবাসী বাচ্চু মিয়া, তার দুই ছেলে ইউসুফ মাঝি, রাকিব ও আরও এক প্রবাসী এক সঙ্গে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে যান।
শনিবার দুপুরে ওমরাহর আনুষ্ঠানিকতা শেষে একটি গাড়িযোগে কর্মস্থলে ফিরছিলেন তারা। এসময় দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে মারা যান ইউসুফ মাঝি।
এই ঘটনায় গাড়িতে থাকা বাচ্চু মাঝি, ছেলে রাকিব মাঝি এবং তাদের সহযাত্রী একজন গুরুতর আহত হন। আহতদের সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ বছর আগে সৌদি আরব যান বাচ্চু মাঝি এবং ১০ বছর আগে যান ইউছুফ মাঝি ও তার ছোট ভাই রাকিব।
আরও পড়ুন: ওসমানীনগর ট্রাজেডি: আরেক যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু
মোটরসাইকেলের সাথে সিএনজির ধাক্কা: চট্টগ্রামে আহত প্রবাসীর মৃত্যু
১ বছর আগে
ওমরাহ করতে গিয়ে বাংলাদেশির ইন্তেকাল
পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে সৌদি আরবের পবিত্র মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সৌদি আরবের মক্কায় অবস্থান কালীন সময়ে তিনি মৃত্যু বরণ করেন।
আরও পড়ুন: বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের ইন্তেকাল
মক্কায় মারা যাওয়া শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। তিনি যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঠিকাদার ব্যবসায়ী ছিলেন।
মৃত্যুকালে তার স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়া তার বাড়ি উপজেলার ৯ নং ইউনিয়নের চরমধুরা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেন শফিকুর রহমানের স্ত্রী ও দুই মেয়ে ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
তারা জানান, গত ২৬ জানুয়ারি শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। সেখানেই তিনি রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
এদিকে হাজী শফিকুর রহমানের মৃত্যুতে ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ড. মুহম্মদ শামছুল হক ভুঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীসহ অন্যান্য নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ‘সালাম সালাম হাজার সালাম’ খ্যাত ফজল-এ-খোদার ইন্তেকাল
গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. ফজলে রাব্বীর ইন্তেকাল
১ বছর আগে
সৌদি সরকার বিদেশি তীর্থযাত্রীদের ওমরাহ বীমা খরচ ৬৩% কমিয়েছে
সৌদি সরকার ঘোষণা দিয়েছে যে বিদেশি তীর্থযাত্রীদের জন্য বিস্তীর্ণ ওমরাহ বীমার খরচ ৬৩ শতাংশ কমানো হয়েছে।
সৌদি আরবের দৈনিক সৌদি গেজেট জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১০ জানুয়ারি থেকে খরচ ২৩৫ থেকে ৮৭ সৌদি রিয়াল কমিয়েছে।
ওমরাহ’র জন্য বীমা হলো বাংলাদেশসহ বিশ্বের মুসলিম দেশগুলোর তীর্থযাত্রীদের জন্য একটি সমন্বিত নীতি।
আরও পড়ুন: ওমরাহ ই-ভিসা: বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের জন্য বায়োমেট্রিক তথ্য আবশ্যক
এটি ভিসা পদ্ধতির অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্চে- চিকিৎসা, হাসপাতালে ভর্তি, গর্ভাবস্থা, জরুরি প্রসব, জরুরি ডেন্টাল কেস, ট্র্যাফিক দুর্ঘটনায় আঘাত, ডায়ালাইসিস কেস এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক চিকিৎসা স্থানান্তর।
দুর্ঘটনাজনিত স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু ও মৃত্যুর ঘটনা, মৃত ব্যক্তির দেহ তার দেশে ফেরত দেয়া এবং আদালতের রায়ে জারি করা ব্লাড মানি’র মতো সাধারণ মামলাগুলো এর অন্তর্ভুক্ত। এতে ফ্লাইট বিলম্বের ক্ষতিপূরণ এবং ফ্লাইট বাতিলের ক্ষতিপূরণের কভারও অন্তর্ভুক্ত রয়েছে।
বীমা সৌদি আরবে প্রবেশের দিন থেকে শুরু করে ৯০ দিন পর্যন্ত কাজ করবে এবং তা শুধুমাত্র দেশটির মধ্যেই কার্যকর।
ওমরাহ পালনকারীরা ওমরাহ বীমা পলিসি দেখতে, এর বৈধতা যাচাই করতে এবং পরিষেবা প্রদানকারীদের সম্পর্কে জানতে বিস্তীর্ণ বীমা প্রোগ্রামের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারবেন।
আরও পড়ুন: ওমরাহ পালন নিয়ে প্রতারিত না হওয়ার পরামর্শ মন্ত্রণালয়ের
৭ মাস পর মক্কায় মুসল্লিদের ওমরাহ পালন শুরু
১ বছর আগে
হজ্জ ব্যবস্থাপনায় নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন
অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে রবিবার হজ্জ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল ২০২১ সংসদে উত্থাপন করা হয়েছে।
ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি সংসদে উত্থাপন করেন এবং ৪০ দিনের মধ্যে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
দেখা গেছে, সরকার যখনই কোন হজ্জ এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তখনই এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে আসা হয়। তাই হজ্জ এজেন্সি পরিচালনার জন্য একটি আইনি কাঠামো প্রয়োজন। প্রস্তাবিত আইনের আওতায় নিবন্ধন না থাকলে কেউ হজ্জযাত্রী নিতে পারবে না এবং নিবন্ধনকৃত এজেন্সিদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আ’লীগের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন
উত্থাপিত বিল অনুযায়ী, যে কোনো হজ্জ ও ওমরাহ এজেন্সির অসঙ্গতিপূর্ণ কার্যক্রমের জন্য নিবন্ধন বাতিল করা যেতে পারে।
এছাড়াও অনিয়মের জন্য একটি হজ এজেন্সিকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা এবং ওমরাহ এজেন্সিকে ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে।
আরও পড়ুন: চলতি সংসদের ১২তম অধিবেশন মুলতবি
বিলে বলা হয়, কোনো এজেন্সি যদি পর পর দুই বছর তিরষ্কৃত হয় তাহলে এজেন্সির নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে। এছাড়াও হজ্জ ও ওমরাহ এজেন্সির সংঘটিত ফৌজদারি অপরাধের বিরুদ্ধে মামলা করা যেতে পারে।
আরও পড়ুন: চলতি সংসদের ১২তম অধিবেশন শুরু
নতুন আইনটি কার্যকর হওয়ার পর যদি কোনো বাংলাদেশি সৌদি আরবে হজ্জ-সংক্রান্ত অনিয়মের সাথে জড়িত হন, তাহলে ওই অপরাধ বাংলাদেশে হয়েছে বলে গণ্য হবে এবং এর বিরুদ্ধে ফৌজদারি ও প্রশাসনিক পদক্ষেপসহ আইনি পদক্ষেপ নেয়া যাবে।
৩ বছর আগে
ওমরাহ পালন নিয়ে প্রতারিত না হওয়ার পরামর্শ মন্ত্রণালয়ের
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ করে দেয়ার প্রচারণা বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৪ বছর আগে
৭ মাস পর মক্কায় মুসল্লিদের ওমরাহ পালন শুরু
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ায় সাত মাস পর সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন শুরু করেছেন মুসল্লিরা।
৪ বছর আগে