মগবাজার
মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু
রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার দিলু রোড ও এফডিসি'র মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফ আলী খান (৫৯) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের মৃত আব্দুর রহিম খান এর ছেলে। তিনি মুগদায় পরিবারের সঙ্গে থাকতেন এবং পুলিশের কনস্টেবল হিসেবে এলপিআরে ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, মগবাজার দিলু রোড ও এফডিসি'র মাঝামাঝি স্থানে রেললাইনে সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ইউসুফ আলী। সে সময়ে তিনি রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলেন।
আরও পড়ুন: পাবনায় ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু
নিহতের ছেলে মো. সাজ্জাদ হোসেন জানান, তার ছোট চাচার উত্তরা বাসায় যাওয়ার কথা বলে বের হয়েছিলেন তিনি। পরে সংবাদ পাই তিনি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন। সেখানে গিয়ে তার লাশ দেখতে পাই।
লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
১ বছর আগে
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত ৪
রাজধানীর মগবাজার এলাকায় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিস্ফোরণটি ঘটে।
আহতরা হলেন- সাইফুল ইসলাম (৩৬), তারেক (২০), আবুল কালাম (২৫) ও মো. শাহীন (৩০)।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিস্ফোরণটি ঘটে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে জানান ওসি। তিনি আরও বলেন, ‘যাইহোক, আমরা এটি একটি ককটেল বা অন্য কিছু ছিল কি না তা খতিয়ে দেখছি।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই বিপদমুক্ত আছে।
আরও পড়ুন: সিলেটে গ্যাস লাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ির সামনে বোমা বিস্ফোরণ
১ বছর আগে
টঙ্গী থেকে মগবাজার পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ যানজট
টঙ্গী ব্রিজ থেকে নগরীর মগবাজার পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় আটকা পড়েছেন ঢাকার নিত্যযাত্রীরা।
টঙ্গী ব্রিজ-আবদুল্লাহপুর-বিমানবন্দর থেকে ঢাকার মহাখালী-মগবাজার পর্যন্ত বিস্তৃত যানজটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আরও পড়ুন: মতিঝিলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
১ বছর আগে
মগবাজারে ভবনে আগুন
রাজধানীর মগবাজার মোড়ের একটি ভবনে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সোমবার বিকাল সোয়া তিনটার দিকে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: বনশ্রীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে
ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১
ঢাকার মগবাজার ওয়্যারলেস গেটে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম- পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে রেললাইনে বসে থাকা অবস্থায় ট্রেনটি তাকে ধাক্কা দেয়, এতে সে আহত হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, তাকে প্রথমে কমিউনিটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটি সংঘর্ষে নিহত ৩
২ বছর আগে
মগবাজারে বাসচাপায় কিশোর নিহতের ঘটনায় ২ চালক গ্রেপ্তার
রাজধানীর মগবাজার এলাকায় বাসের চাপায় এক কিশোর হকার নিহতের ঘটনায় বাসের দুই চালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থেকে মনির হোসেন (২৭) এবং মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ইমরান হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গত ২০ জানুয়ারি মগবাজার এলাকায় ১৪ বছর বয়সী রাকিবুল ইসলাম নিহত হওয়ার পর থেকেই তাদের খোঁজা হচ্ছিল। রাকিবুল মাস্ক বিক্রেতা ছিলেন।
আজমেরী গ্লোরি পরিবহনের দুটি বাস একটি অন্যটিকে ওভারটেক করার প্রতিযোগিতা করলে রাকিবুল দ্রুতগামী বাস দুটির নিচে চাপা পড়েন।
আরও পড়ুন: নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
গ্রেপ্তার ব্যক্তিরা র্যাবকে জানায়, তারা বেশি যাত্রী নেয়ার জন্য দ্রুত পরবর্তী স্টপজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছিলেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার এ মঈন বুধবার বলেন, মনির মূলত বাসের চালক নয়। বাসের মূল চালক গুলিস্তানে নেমে গেলে তিনি বাসটি চালাচ্ছিলেন।
তিনি জানান, দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ইমরানকে খোঁজা হচ্ছিল।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মাদক জব্দ, গ্রেপ্তার ৩
২ বছর আগে
মগবাজার বিস্ফোরণ: মৃত্যুর সংখ্যা বেড়ে ১১
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ নুর নবী (৩০) ও মো. রাসেল (২১) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
নিহত মোহাম্মদ নুর নবী (৩০) পেশায় ভ্যান চালক ছিলেন।
গত রবিবার মগবাজার ওয়্যারলেস গেটের কাছে এক বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়। আহতদের মধ্যে মোহাম্মদ নুর নবীর শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে যায়। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার
বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪ টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদ নুর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ শঙ্কর পাল।
এছাড়া বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় আইসিইউতে মো. রাসেল (২১) মারা যায় বলে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুলিশের মামলা
এদিকে মঙ্গলবার বিস্ফোরণের দুই দিন পর ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ভবনটির নিরাপত্তারক্ষীর লাশ পাওয়া যায়। এদিন বেলা সাড়ে ৩টার দিকে হারুন-উর-রশিদ (৬৫) এর লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের দিন মগবাজারে অবহেলার কারণে বিস্ফোরণের অভিযোগ এনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ইউএনবিকে জানান, উপপরিদর্শক রেজাউল করিম রমনা থানায় এই মামলা করেন।
রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেটের কাছে আড়ংয়ের পাশে একটি ভবনেশক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহতে এবং ৬৬ জনেরও বেশি আহত হয়।
পরের দিন সোমবার পুলিশ প্রধানের নির্দেশে বিস্ফোরণ তদন্তের জন্য একটি সাত সদস্যের কমিটি গঠন করে পুলিশ। এই কমিটির নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার।
এছাড়া বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
৩ বছর আগে
মগবাজার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৯
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৯ জনে।বুধবার ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।নিহত ইমরান টাঙ্গাইল সদর উপজেলার আব্দুল মুজিব ভূঁইয়ার ছেলে এবং বেঙ্গল মিটের একজন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:
গত রবিবার মগবাজার ওয়্যারলেস গেটের কাছে এক বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়। আহতদের মধ্যে ইমরানের শরীরে ৯০ শতাংশ ক্ষত নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন।বুধবার আনুমানিক ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির প্রধান ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
এদিকে মঙ্গলবার বিস্ফোরণের দুই দিন পর ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ভবনটির নিরাপত্তারক্ষীর লাশ পাওয়া যায়। এদিন বেলা সাড়ে ৩টার দিকে হারুন-উর-রশিদ (৬৫) এর লাশ উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগের দিন মগবাজারে অবহেলার কারণে বিস্ফোরণের অভিযোগ এনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ইউএনবিকে জানান, উপপরিদর্শক রেজাউল করিম রমনা থানায় এই মামলা করেন।রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেটের কাছে আড়ংয়ের পাশে একটি ভবনেশক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহতে এবং ৬৬ জনেরও বেশি আহত হয়।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুলিশের মামলা
পরের দিন সোমবার পুলিশ প্রধানের নির্দেশে বিস্ফোরণ তদন্তের জন্য একটি সাত সদস্যের কমিটি গঠন করে পুলিশ। এই কমিটির নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
এছাড়া বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
৩ বছর আগে
মগবাজারে বিস্ফোরণ: দুই দিন পর নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের দুই দিন পর ভবনের ধ্বংসাব শেষের নিচ থেকে ভবনটির নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকেহারুন-উর-রশিদ (৬৫) এর লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের দিন মগবাজারে অবহেলার কারণে বিস্ফোরণের অভিযোগ এনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ইউএনবিকে জানান, উপপরিদর্শক রেজাউল করিম রমনা থানায় এই মামলা করেন।
রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেটের কাছে আড়ংয়ের পাশে একটি ভবনেশক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহতে এবং ৬৬ জনেরও বেশি আহত হয়।
আরও পড়ুন: মগবাজারে বিস্ফোরণ: অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুলিশের মামলা
পরের দিন, পুলিশ বিস্ফোরণ তদন্তের জন্য একটি সাত সদস্যের কমিটি গঠন করে।
পুলিশ সদর দপ্তর সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার এই কমিটির নেতৃত্ব দেবেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জেনারেল মোঃ সাজ্জাদ হুসেন জানান, বিস্ফোরণ তদন্তের জন্য তারা পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
উভয় কমিটির প্রতিবেদন জমা দেয়ার জন্য সাত কার্যদিবস রয়েছে।
৩ বছর আগে
মগবাজারে বিস্ফোরণ: অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুলিশের মামলা
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে পুলিশ।
রাজধানীর রমনা থানায় উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম মামলাটি করেন।
রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় একটি ভবনে বিস্ফোরণে ঘটনায় আটজন নিহত ও কমপক্ষে ৬৬ জন অহত হয়।
আরও পড়ুনঃ মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
পরের দিন, পুলিশ বিস্ফোরণ ঘটনা অনুসন্ধানের জন্য সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
সোমবার (২৮ জুন) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুনঃ মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
বিজ্ঞপ্তিতে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করার পাশাপাশি বিস্ফোরণ নিয়ন্ত্রণে সুপারিশমালা দিতে বলা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গঠিত কমিটির সাথে সমন্বয় করে কাজ করার কথা বলা হয়েছে।
এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তারা পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
দুই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
৩ বছর আগে