বৈদেশিক সম্পর্ক
গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী
ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত 'থার্ড এডিশন অব গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩’ (জিএমআইএস)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতের পোর্ট, শিপিং ও ওয়াটারওয়েজ এবং আয়ুষমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে অংশ নেন।
নৌপ্রতিমন্ত্রী ছাড়াও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেন।
সম্মেলনে নৌপরিবহন খাতের বিভিন্ন দিকের গুরুত্ব তুলে ধরে এ খাতের উত্তম চর্চার প্রসার, বৈশ্বিক মেরিটাইম শিল্প, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনের মধ্যে আন্তঃসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদার করণের উপযুক্ত পরিবেশ তৈরির বিষয়ে আলোকপাত করা হয়।
আরও পড়ুন: ফিলিস্তিনিদের বেঁচে থাকার কথা কে ভাববে?: প্রশ্ন চীনের রাষ্ট্রদূতের
টেকসই মেরিটাইম খাত, গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন ও প্রযুক্তি, পর্যটন, মেরিটাইম ক্লাস্টার্স, দেশীয় জাহাজ নির্মাণ ও মেরামত, অভ্যন্তরীণ ও উপকূলীয় শিপিং, নৌ-নিরাপত্তা, পেশাগত মেরিটাইম সেবাসহ উক্ত খাতে অর্থায়ন, বীমা, সালিশী ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের ফলে বাংলাদেশ-ভারতের মেরিটাইম সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। মেরিটাইম সেক্টরের পারস্পরিক জ্ঞান বিনিময়ের এমন প্লাটফর্ম উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য এই সম্মেলন সহায়ক ভূমিকা রাখবে।
আরও পড়ুন: মাসুদ-আফরিন বৈঠক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ’ নির্বাচন চায়
আইআরআই-এনডিআই মিশনের সুপারিশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ‘প্রায় একমত’: পররাষ্ট্র সচিব
১ বছর আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি।
সাক্ষাতে মন্ত্রী বাণিজ্য সম্পর্ক ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশের মধ্যে নৌ ও বিমান যোগাযোগের ওপর জোর দেন।
ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা শ্রীলঙ্কার সৌভাগ্য ও দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার কামনা করেন।
আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনার সময় শেখ হাসিনা উল্লেখ করেন যে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘায়িত উপস্থিতি বাংলাদেশ ও সমগ্র অঞ্চলের সামগ্রিক সামাজিক-অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা স্থাপত্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি শিপিং সংযোগ ও পিটিএ চায় বাংলাদেশ
তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের পৈতৃক ভূমিতে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের টেকসই, নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য শ্রীলঙ্কার সমর্থন চেয়েছেন।
প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি ও আঞ্চলিক অর্থনীতিতে এর প্রভাব নিয়েও আলোচনা করেন।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতারও প্রশংসা করেন।
তিনি উল্লেখ করেন যে শ্রীলঙ্কানরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং বাংলাদেশ থেকে বিনিয়োগের আমন্ত্রণ জানায়।
আলী সাবরি তার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে কলম্বো সফরের আমন্ত্রণ জানান।
সামনের দিনগুলোতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে বৈঠকটি ইতিবাচকভাবে শেষ হয়।
আরও পড়ুন: ভোগ্যপণ্যের কোনো সংকটের আশঙ্কা করছেন না প্রধানমন্ত্রী
ব্যাংকগুলোকে শ্রীলঙ্কার সঙ্গে এসিইউ লেনদেন বন্ধের নির্দেশ বিবি’র
২ বছর আগে
কর্মী পাঠনোর বিষয়ে বাংলাদেশ ও গ্রিসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রিসের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও গ্রিসের পক্ষে গ্রিসের মিনিস্টার অফ মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড আহমেদ মুনিরুছ সালেহীন ও রিপাবলিক অফ হেলেনিক গ্রিসের সেক্রেটারি জেনারেল অফ মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিওজিয়াডিস উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গ্রিসের ওলগায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের পাশে দূতাবাস
এ সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের কর্মীদের জন্য গ্রিসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। একই সঙ্গে গ্রিসে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।
গ্রিস বাংলাদেশ থেকে প্রতি বছর চার হাজার নতুন কর্মীকে সেদেশে কাজ করার সুযোগ দেবে। তাদেরকে পাঁচ বছর মেয়াদী অস্থায়ী ওয়ার্ক পারমিট দেয়া হবে। এ চুক্তির আওতায় কৃষি খাতে মৌসুমি কর্মী নেয়া হবে। পরবর্তীতে উভয় দেশ আলোচনাক্রমে চাহিদার ভিত্তিতে সেক্টরের সংখ্যা বৃদ্ধি করবে। তাদের পাঁচ বছর মেয়াদ শেষে বাংলাদেশে ফেরত আসতে হবে। তবে তারা কর্মসংস্থানের জন্য গ্রিসে যেতে পারবেন। আবেদনের সময় বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কনট্রাক্ট, অসুস্থতাজনিত ইন্স্যুরেন্সের প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রেস ব্রিফিংয়ে গ্রিক মন্ত্রী জানান, এই চুক্তিটি গ্রিসের পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে শিগগিরই বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: শ্রমিক পাঠাতে মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক
এটি ইউরোপের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত প্রথম সমঝোতা স্মারক উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশের কর্মীরা নিরাপদে গ্রিসে গিয়ে বৈধভাবে কাজ করতে পারবে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ নিয়োগকারীদের ব্যয়ে গ্রিসে যেতে পারবেন। এক্ষেত্রে কোনো আগ্রহী ব্যক্তি যেন কোনোভাবে কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
গ্রিসের মিনিস্টার অফ মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি বলেন, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হলেও মানবপাচারকারীরা তাদের ফাঁদে ফেলে সর্বশান্ত করছে। এ চুক্তির ফলে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে বলে উল্লেখ করেন তিনি।
২ বছর আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনকূটনীতি অনুবিভাগ চালু
সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান বহিঃপ্রচার অনুবিভাগের কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ হিসেবে এর নাম পরিবর্তন করে 'জনকূটনীতি অনুবিভাগ' হিসেবে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ বছর আগে
বাংলাদেশি মিশনসমূহকে প্রবাসীবান্ধব হতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহকে আরো প্রবাসীবান্ধব হওয়ার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
৪ বছর আগে
দিল্লির সাথে সম্পর্কে টানাপোড়েন চায় না ঢাকা: কাদের
ভারতের সাথে থাকা সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ কোনোভাবে টানাপোড়েন চায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার বলেছেন, কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
৫ বছর আগে
জাপানে বাংলাদেশের দক্ষ কর্মীর চাহিদা রয়েছে: রাষ্ট্রদূত
ঢাকা, ২৬ সেপ্টেম্বর (ইউএনবি)- জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, জাপানে বাংলাদেশের দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।
৫ বছর আগে
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিতে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা, ০৯ সেপ্টেম্বর (ইউএনবি)- বাংলাদেশ থেকে নিজেদের ১১ লাখ রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে সোমবার জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ বছর আগে
ঢাকা সফরে ভারতের এয়ার মার্শাল আর ডি মাথুর
ঢাকা, ০১ সেপ্টেম্বর (ইউএনবি)- পাঁচ দিনের সফরে রবিবার ঢাকায় এসেছেন ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ, এয়ার মার্শাল আর ডি মাথুর।
৫ বছর আগে
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সমর্থন চান রাষ্ট্রপতি
ঢাকা, ২৮ আগস্ট (ইউএনবি)- রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে শান্তিপূর্ণ ও মর্যাদার সাথে প্রত্যাবাসনের ক্ষেত্রে চীন সরকারকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
৫ বছর আগে