মাগুরার শ্রীপুর উপজেলা
কুমার নদীতে ডুবে কিশোরের মৃত্যু
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে কুমার নদীতে গোসল করতে নেমে লিমন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। লিমন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে বাড়ির পাশের কুমার নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় লিমন। ফিরে আসতে দেরি হওয়ায় পরিবারের লোকজন নদীর ঘাটে গিয়ে তার স্যান্ডেল দেখতে পান। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
আরও পড়ুন: এনবিআরে সেনা–পুলিশ মোতায়েন, উত্তেজনা বাড়ছে
ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদী থেকে লিমনের মরদেহ উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে নদী থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
১৯৫ দিন আগে