বর্ষা মৌসুম
সুরমার ভাঙনের কবলে ছাতক-আন্ধারীগাঁও-সুনামগঞ্জ সড়ক
বর্ষা মৌসুম শুরু হতেই সুরমা নদীতে শুরু হয়েছে ভাঙন। এর ফলে ঝুঁকিতে পড়েছে ছাতক-আন্ধারীগাঁও-সুনামগঞ্জ সড়ক। যেকোনো সময় সড়কটি ভেঙে সুরমা নদীতে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এর আগে, ২০২২ সালের বন্যায় সড়কটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর সংস্কার চলাকালীনই আবার ভাঙনের মুখে পড়েছে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি।
বৃহস্পতিবার (৫ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাজারের পাশে শুরু হয়েছে তীব্র ভাঙন। যা গত তিন-চার দিনে ভাঙন পাকা সড়কের পাশে চলে এসেছে।
এ ছাড়াও, মাছুখালী ব্রিজের অ্যাপ্রোচের পশ্চিমাংশ ভেঙে যাওয়ায় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। যেকোনো সময় সড়কটি ভেঙে সুরমায় বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তারা জানান, ২০২২ সালের বন্যায় এই সড়কটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে সড়কটিতে সংস্কার কাজ শুরু হয় ২০২৪ সালের শেষার্ধ্বে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে মেরামত কাজ চলমান থাকা অবস্থায়ই আবার দেখা দিয়েছে নদীভাঙন।
আরও পড়ুন: নদীভাঙন, দারিদ্র্য আর অবহেলার মাঝেও স্বপ্ন দেখে যারা
এদিকে, নতুন সংস্কার কাজের বিভিন্ন অংশেও ফাটল সৃষ্টি হয়েছে ও ধসে যেতে শুরু করেছে। সড়কের মল্লিকপুর ও মাছুখালী অংশে নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে মনে করেছেন অঞ্চলগুলোর বাসিন্দারা।
এ বিষয়ে ছাতক উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, সড়কের মল্লিকপুর ও মাছুখালী অংশের নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন তিনি। ভাঙনরোধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন এই কর্মকর্তা।
১৮২ দিন আগে