ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কুষ্টিয়ায় নিজ ঘর থেকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কুষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
রবিবার (৮ জুন) সকালে উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশের পাশ থেকে একটি পিস্তল ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।
নিহত আব্দুর রহমান (৩৫) পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমানের ছেলে। তিনি একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছিলেন এবং স্থানীয় বাজারে তার ফটোকপির দোকান ছিল।
পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উজ্জল তাহাজমোড় এলাকায় নিজ জমিতে টিনের ছাপড়া ঘরে একা থাকতেন। রবিবার সকালে তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে জানালা দিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে ঘরের দরজা ভেঙে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার
স্বজনদের বরাতে জানা গেছে, পারিবারিক কলহের জেরে উজ্জল পৈতৃক বাড়ি থেকে কিছুটা দূরে নিজ জমিতে টিনের ঘরে বসবাস করতেন। প্রায় তিন মাস আগে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি একমাত্র সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যান। এরপর থেকে উজ্জল একাই ওই ঘরে থাকতেন। স্ত্রী ও সন্তান চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের এসএসআই শামসুল হক বলেন, ‘মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লাশ বিছানায় পড়ে ছিল। স্থানীয়রা দরজা ভেঙে পুলিশকে খবর দেয়। চিরকুট ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’
১৮০ দিন আগে