শিশু নিহত
রৌমারীতে অটোভ্যানের চাকার নিচে পড়ে প্রাণ গেল শিশুর
কুড়িগ্রামের রৌমারীতে অটোভ্যানের চাকার নিচে পড়ে মো. রায়হান ওরফে রাহাব (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাব রৌমারী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রাহাব বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সে রাস্তার দিকে চলে গেলে চলন্ত একটি অটোভ্যানের চাকায় পিষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়।
আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারে বাসের নিচে সিএনজি, নিহত ২
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মলিক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
১০৯ দিন আগে
শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশু নিহত
শরীয়তপুরের সখিপুরে পুকুরের পানিতে ডুবে ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত নামে ৩ বছরের এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন বাদল সরকারের ছেলে এবং তাউহিদ ইসলাম শাহ-আলম বেপারীর ছেলে। তারা দু’জনেই মাদবর কান্দি সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) দুপুরে তিন শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা নিখোঁজ হলে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজা শুরু করলে কিছু সময় পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায় এক শিশুর দেহ। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর লাশ উদ্ধার করে। এ সময় জান্নাত নামে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আবুল হোসেন নামে স্থানীয় একজন বলেন, ‘শিশু দুটি নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামবাসীরা পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে এক শিশুকে উদ্ধার করা হয়। পরে আরেকজনকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে ছিল না। তবে জান্নাতকে পুকুরের পাড়ে পেয়েছি জীবিত অবস্থায়। পরে তাকে হাসপাতালে পাঠিয়েছি।’
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, ‘পরিবারের অসচেতনতায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
১১৩ দিন আগে
নাচোলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় তাসলিমা নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা খাতুন ওই এলাকার মশিউর রহমানের মেয়ে।
আরও পড়ুন: গাজীপুর বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার বাড়ির পাশে রেললাইনের ওপর খেলছিল শিশুটি। এ সময় রহনপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা আমনুরাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান ওসি।
১১৪ দিন আগে
শেরপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই শিশু নিহত
শেরপুর সদর উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ফাহিমা আক্তার নুন (৯) ও জেমি (৮) নামে দুই শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গাজিরখামার ইউনিয়নের চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফাহিমা আক্তার নুন চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে এবং জেমি একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে।
আরও পড়ুন: ভোলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
নিহতের স্বজনরা জানান, গতকাল (শুক্রবার) সকাল ১০টার দিকে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা তুলতে যায়। এরপর তারা আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির পর একপর্যায়ে বিকেলে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, শাপলা তুলতে তুলতে তারা বিলের মাঝখানের গর্তে পড়ে যায়। সেখানে পানি বেশি থাকায় ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
১১৬ দিন আগে
গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে পড়ে প্রাণ গেল শিশুর
গোপালগঞ্জ সদর উপজেলায় কুকুরের তাড়া খেয়ে কাঁদাপানিতে পড়ে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগী চৌধুরী (১২) মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে। সে মৌলভীপাড়ার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের ফুফু সাবিনা আক্তার জানান, বুধবার দুপুরে স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তায় থাকা কুকুর সোহাগীকে তাড়া করে। এ সময় সে আতঙ্কিত হয়ে দৌড়ে বাসায় আসতে গিয়ে উঠানের কাঁদাপানিতে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
জরুরি বিভাগের চিকিৎসক অমিত সরকার বলেন, দুপুরের দিকে সোহাগী নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দীন জানিয়েছেন, খবর পেয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১১৮ দিন আগে
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত
চাঁদপুরের কচুয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ফাইজা আক্তার ও হুমায়রা আক্তার নামে দুটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার ফতেবাপুর ও সাজিরপাড় গ্রামে এই দুটি ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— ফতেবাপুর গ্রামের মো. গোফরান উদ্দিন প্রধানের ১৮ মাস বয়সী মেয়ে ফাইজা আক্তার এবং সাজিরপাড় গ্রামের মো. হুমায়ুন কবিরের ৩ বছর বয়সী মেয়ে হুমায়রা আক্তার।
স্বজনরা জানান, ফতেবাপুর গ্রামের ফাইজা আক্তার নিজ বাড়ির পুকুরঘাটে গোসল করতে গিয়ে পানি নিয়ে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
অন্যদিকে, একই উপজেলার সাজিরপাড় গ্রামের হুমায়রা আক্তার খেলাধুলার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকেও পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রানা ইউএনবিকে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫০ দিন আগে
দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় তুষার (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের নাপিতখালির মোড়ে (নেভি ভাটার সামনে) এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার দামুড়হুদা সদর ইউনিয়নের নাপিতখালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্তে কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আজ দুপুর ১টার দিকে তুষার একটি ইজিবাইকে করে দামুড়হুদা শহরের দিকে যাচ্ছিল। নাপিতখালির মোড়ে পৌঁছানোর পর সে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৬১ দিন আগে
গাজীপুরে পানিতে ডুবে দুই শিশু নিহত
গাজীপুরের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জুনায়েদ ও আব্দুল মোমিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকালে নগরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
নিহত জুনায়েদ ও আব্দুল মোমিন স্থানীয় বাগানবাড়ি এলাকায় তাদের পরিবারের সঙ্গে ভাড়াবাড়িতে বসবাস করত। স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় ওই দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৭১ দিন আগে
রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ফারিয়া সুলতানা নামের তিন বছর বয়সী একটি শিশু মারা গেছে। বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ফারিয়া সুলতানা ঘুল্লিয়া গ্রামের সুজন শেখের মেয়ে। স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে রাস্তা পারাপারের সময় ফারিয়া সুলতানা সড়ক দুর্ঘটনায় আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবাদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’
১৯৫ দিন আগে
বেনাপোলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকালে বেনাপোল পোর্ট থানার পুটখালীর কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার আব্দুল্লাহ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ফারুক নানা বাড়ি থেকে সাইকেল করে নিজ বাড়ি কৃষ্ণপুর যাচ্ছিল। পথে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিকে চাপা দিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সঙ্গীতশিল্পী নোবেল
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘নিহত শিশু ওমর ফারুকের বাবা তার ছেলের অসর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে থানায় একটি লিখিত আবেদন দিয়েছেন।’
তিনি বলেন, ‘দূর্ঘটনার জন্য ট্রাক্টর চালক দায়ী নন। তবে, পুলিশ সড়ক দুর্ঘটনার তদন্ত করছে।’
২১৮ দিন আগে