শিশু নিহত
লক্ষ্মীপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শিশু নিহত: ১০ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক শিশু নিহতের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে উপজেলার চরকাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন (১৪) ওই গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাহুল, সদর উপজেলার পূর্ব নন্দনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মো. সোহাগ, রায়পুরের চরলক্ষ্মী গ্রামের মৃত ইউসুফ কারীর ছেলে ফারুক কারী ও চরকাছিয়া গ্রামের মানিক শিকদারের ছেলে সুমন শিকদার।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ঘটনার সত্যথা নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রায়পুরা উপজেলার চরকাসিয়া গ্রামে আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রাসেল হোসেন নিহত এবং ১০ জন আহত হন। ওইদিন রাতে নিহত রাসেলের মা ফাতেমা বেগম বাদী হয়ে আওয়ামী লীগ নেতা বিএম শাহজালালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
তিনি আরও বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পরকীয়া সন্দেহে যুবককে হত্যা: আটক ২
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০
লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকালে দক্ষিণ চর বংশী ইউনিয়নে চরকাছিয়া গ্রামে মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাসেল হোসেন (১৪) একই গ্রামের মনির হোসেন ভূট্টুর ছেলে ও ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময রাসেল নামে একটি শিশু নিহত হয়। একই সময় উভয় পক্ষের ১০জন আহত হয়। তাদের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ১
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় রাসেল নামে এক শিশু নিহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে বন্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার
চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে তাসফিয়া আক্তার নামে পাঁচ বছরের একটি শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা দেড়টায় উপজেলার ধনারপাড় জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় আহত হয়েছে রুনিয়া আক্তার (৭) নামের আরেক শিশু। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ট্রাকসহ এর চালককে আটক করেছে।
আরও পড়ুন: ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নিহত তাসফিয়া ধনারপাড় এলাকার অটোরিকশাচালক মো. ইব্রাহিমের মেয়ে। আহত রুনিয়া ওই এলাকার রাকিবুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর দেড়টায় ধনারপাড় এলাকার প্রধানীয়া বাড়ির ওই দুই শিশু তাদের বাড়ির পাশে একটি দোকানে যাওয়ার জন্য বের হয়। সেখানকার সড়কের ওপর দিয়ে হাঁটার সময় আচমকা পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক তাদের দুজনকেই চাপা দেয়।
এতে তাসফিয়ার মাথা, বুক, পিঠ, পা ও মুখমণ্ডল রক্তাক্ত জখম হয়। পরে ঘটনাস্থলেই মারা যায় সে।
অপর শিশু রুনিয়া আক্তারের শরীরের বেশ কিছু অংশও জখম হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ওই ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত
ময়মনসিংহে ট্রাক চাপায় ২ জন নিহত
ফতুল্লায় সেপটিক ট্যাংকে পড়ে শিশু নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকে পড়ে মুশফিকা আক্তার নামে পাঁচ বছর বয়সের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে কাশীপুর ইউনিয়নের উত্তর গোয়ালবন্দ ব্যাংক কলোনী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মুশফিকা ওই এলাকার মো. খলিলের মেয়ে। চলতি বছরের জানুয়ারিতে শিশুটিকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন: সেপটিক ট্যাংকে মিলল মাদরাসাছাত্রের লাশ
স্থানীয়রা জানান, নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকের ঢাকনা খোলা থাকায় ভেতরে পড়ে যায় মুশফিকা আক্তার নামে ওই শিশু। এ ঘটনার পর পর তার মা তাকে ট্যাংকের ভেতর থেকে বের করে এনে প্রথমে সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান।
সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন ভবনটির মালিক মোরশেদা বেগম বলেন, দুপুর দুইটার দিকেও সেফটিক ট্যাংকের ঢাকনা লাগানো দেখেছি। পরে কেউ ঢাকনাটি চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করছি। বিকাল চারটার দিকে ঘর থেকে বেরিয়ে সেফটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখি। পরে ট্যাংকের ভেতর উঁকি দিয়ে বাচ্চা বয়সী কারও টুপি ও জুতা ভাসতে দেখি। এসময় আশেপাশের লোকজনকে ডাক দিই। লোকজনের সঙ্গে কথা বলার সময় বাচ্চাটার মা ছুটে আসেন। এসময় টর্চলাইটের আলো জ্বালালে বাচ্চাটিতে ভাসতে দেখি।
এছাড়া বাচ্চার মা সুখী বেগম বাচ্চাটিকে টেনে বের করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন বলেন, এমন কোনো ঘটনার খবর আসেনি। এখনও এই বিষয়ে কেউ কিছু জানায়নি।
আরও পড়ুন: মিস্ত্রিকে উদ্ধারে সেপটিক ট্যাংকে নেমে ২ ভ্যানচালকের মৃত্যু
সেপটিক ট্যাংকে দমবন্ধ হয়ে ২ শ্রমিকের করুণ মৃত্যু!
ময়মনসিংহের অটোরিকশার চাপায় শিশু নিহত
ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়েছে।
সোমবার সকালে উপজেলার কান্দিপাড়া সড়কের উথুরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু লামিয়া আক্তার (৬) একই এলাকার ছোবাহান মিয়ার মেয়ে।
আরও পড়ুন: রাজধানীতে বিআরটিসি বাসের চাপায় শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, সকালে লামিয়া উপজেলার উথুরী খানবাড়ি মসজিদের মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফেরার পথে কান্দিপাড়া সড়কের উথুরী এলাকায় একটি দ্রুতগতির অটোরিকশা লামিয়াকে চাপা দেয়ে। এতে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু হয়।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাতক চালককে আটক করেছে। অভিযোগের ভিত্তিতে বাকী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় খেলার সময় গাছ উপড়ে শিশুর মৃত্যু
বগুড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ধোলাইপাড়ে বাসের ধাক্কায় শিশু নিহত
রাজধানীর ধোলাইপাড় এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় মঙ্গলবার সন্ধ্যায় ১০ বছরের এক শিশু নিহত হয়েছে।
নিহত ইয়াস রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন মুন্সিবাড়ি শাহাদাত হোসেন রোডের বাসিন্দা।
মো. সজল মিয়া নামে এক পথচারী জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ডেল্টা হাসপাতালের সামনে বাসটি ধাক্কা দিলে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান তিনি।
আরও পড়ুন: মোটরসাইকেলকে বাসের ধাক্কায় একই পরিবারে নিহত ৩
পরে তিনি শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত নাতনি
নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত ২
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শিশু নিহত
কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে তাসফিয়া নামে (১১) এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ব্লক এইচ/৫২ নম্বরে এই ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া ক্যাম্পের মো. ইয়াসিনের মেয়ে।
মঙ্গলবার দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,সোমবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী দুর্বৃত্তরা গুলি চালায়। এসময় ভয়ে এলাকাবাসীরা ছোটাছুটির চেষ্টা করে। সবার মতো নিহতের বাবা ইয়াসিনও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় তাসফিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: পুলিশের গুলিতে শিশু নিহত: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
মাগুরায় অটোরিকশাচাপায় শিশু নিহত
ট্রলির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত
চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় একটি পুকুরে ডুবে দুই শিশু নিহত ও অপর একজন নিখোঁজ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন শিশু ডুবে যাওয়ার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বুধবার (২৪ আগস্ট) রাতে ৬ নং পূর্ব ষোলশহরে অবস্থিত ওমর আলী মাতব্বর বাড়ির পুকুরে গোসল করতে নামে ওই তিন শিশু। পরে তারা পানিতে ডুবে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করে।
নিখোঁজ শিশুটির খোঁজ অব্যাহত আছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু নিহত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।
বুধবার উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আশা। সে উপজেলার মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে যান তার মা। এসময় ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছুড়ে পুলিশ। এসময় গুলিটি শিশুর মাথায় লাগে। এতে তার মাথার খুলি উড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
পরে বিক্ষুব্ধ জনতা শিশুর লাশ নিয়ে বিক্ষোভ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
তিনি বলেন, ‘পুলিশের গুলিতে একটি শিশু মারা গেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।
আরও পড়ুন: বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে আহত আরও এক শ্রমিকের মৃত্যু
বগুড়ায় পুলিশের গুলিতে ২ ডাকাত আহত, অস্ত্রসহ আটক ৬
নাইজেরিয়ায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
দক্ষিণ নাইজেরিয়ায় শনিবার একটি গির্জার দাতব্য অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ ৩১ জন নিহত এবং সাতজন আহত হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও অনেক শিশু রয়েছে।
পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকোর ভাষ্য মতে, রিভার রাজ্যের পোর্ট হারকোর্ট শহরের পেন্টেকোস্টাল গির্জায় বার্ষিক ‘বিনা মূল্যে কেনাকাটা’ শীর্ষক একটি দাতব্য অনুষ্ঠানে এই পদদলিত ঘটনা ঘটে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়াতে এই ধরনের ঘটনা স্বাভাবিক, যেখানে ৮০ মিলিয়নেরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে।
ইরিঞ্জ-কোকো বলেন, শনিবার সকাল ৯টার দিকে দাতব্য অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভোর ৫টার দিকে কয়েকশ’ মানুষ সেখানে পৌঁছে লাইনে দাঁড়িয়েছিল। এরপর তারা ধাক্কাধাক্কি শুরু করে এবং তালাবদ্ধ ফটক ভেঙে ফেলে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, নিখোঁজ ২৫
নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির গডউইন টেপিকোর বলেছেন, প্রাথমিকভাবে লাশগুলো উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে।
বেশ কয়েকজন বাসিন্দা পরে ঘটনাস্থলে ভিড় করেছিলেন, মৃতদের জন্য শোক প্রকাশ করেছিলেন এবং জরুরি কর্মীদের যে কোনও সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।
ঘটনাস্থলে নিহতের জন্য শোক প্রকাশ করা হয়েছে। চিকিৎসক ও জরুরি কর্মীরা আহতদের খোলা মাঠেই চিকিৎসা দিয়েছেন। ভিডিওগুলোতে ঘটনাস্থলে হতাহতদের পোশাক, জুতা এবং অন্যান্য জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে৷
প্রত্যক্ষদর্শীদের মধ্যে ড্যানিয়েল নামে একজন জানান, মৃতদের মধ্যে ‘অনেক শিশু ছিল’। এদের মধ্যে এক মায়ের পাঁচ শিশু সন্তান রয়েছে।
তিনি এপিকে বলেন, একজন অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
আরও পড়ুন: ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
প্রত্যক্ষদর্শী ক্রিস্টোফার ইজের ভাষ্য মতে, পদদলিত হয়ে হতাহতদের আত্মীয়রা গির্জার কিছু সদস্যের ওপর হামলা করে। তবে তিনি চার্চ কর্তৃপক্ষ পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছেন।
পুলিশের মুখপাত্র বলেছেন, আহত সাতজন চিকিৎসায় সাড়া দিয়েছেন।
‘বিনা মূল্যে কেনাকাটা’ স্থগিত ঘোষণা করা হয়েছে। পদদলিতের ঘটনা বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে।
নাইজেরিয়া অতীতেও একই রকম পদদলিতের ঘটনা ঘটেছে।