সাইনবোর্ড
সিন্ডিকেটের শুধুমাত্র সাইনবোর্ড পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ
সিন্ডিকেট ভাঙতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে।’
ডিমের দাম বাড়ার বিষয়টি তুলে ধরে তিনি লেখেন, 'ট্রাকে থাকা অবস্থায় শুধু কারওয়ান বাজারেই চারবার হাতবদল হয়।’
সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত।
আরও পড়ুন: সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৬.৭৮ শতাংশ: ইপিবি
১৬৩ দিন আগে
শরীয়তপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত-২
শরীয়তপুরে একটি বেসরকারি মাদরাসার সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে শরীয়তপুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন আহলে সুফফা মাদরাসার অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম মোল্লা শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বালচুড়া গ্রামের সেকান্দার মোল্লার ছেলে। আহত দুইজন দহলেন- এমদাদ ফকির পৌরসভার ধানুকা এলাকার আনোয়ার ফকিরের ছেলে এবং জাহাঙ্গীর হাওলাদার একই এলাকার নূর জামান হাওলাদারের ছেলে। নিহত নজরুল ইসলাম ও আহত জাহাঙ্গীর হাওলাদার এমদাদ ফকিরের ওয়ার্কশপের দোকানের কর্মচারী ছিলেন।
আরও পড়ুন: হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলা প্রশাসকের বাসভবনের বিপরীত পাশে সরকারি মহিলা কলেজ সংলগ্ন একটি বাড়িতে আহলে সুফফা মাদরাসার অস্থায়ী ক্যাম্পাস। বিকালে ওই ক্যাম্পাসের নামফলকের সাইনবোর্ড লাগাতে গিয়েছিল এমদাদ ফকির, জাহাঙ্গীর হাওলাদার ও নজরুল ইসলাম মোল্লা। সাইনবোর্ড লাগানোর সময় তিনজনেই বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাদের দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক নজরুল ইসলাম মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহত নজরুল ইসলাম মোল্লার চাচাত ভাই ইমন মোল্লা বলেন, বাবা মা নেই নজরুলের। তার অন্য ভাইয়েরাও শ্রমিকের কাজ করে। একটু সতর্ক হয়ে কাজ করলে হয়ত নজরুল মারা যেত না।
পালং মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) চুন্নু শেখ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নজরুল নামে এক যুবক মারা গেছেন। এমদাদ ও জাহাঙ্গীর নামে অন্য দুইজন মারাত্মক আহত হয়েছে৷ নজরুলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পল্লী বিদ্যুতের ২ কর্মীর
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু
৪৮৯ দিন আগে
সাইনবোর্ডে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে বাসে আগুন, যাত্রী দগ্ধ
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার স্টেশনের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীর বাড়িতে আগুন
ফেনীতে ট্রাকে আগুন, গাড়ি ভাঙচুর
৫০২ দিন আগে
ব্যস্ততম এলাকা সাইনবোর্ডে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ সংযুক্ত সড়ক হলো সাইনবোর্ড বা বিশ্বরোড। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করছে। তাই এই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ সময়ের দাবি।
১৫৭৫ দিন আগে
গাছে পেরেক ঠুকেই চলে বাণিজ্যিক প্রচার
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সড়কের পাশে থাকা গাছগুলোতে অবাধে পেরেক দিয়ে লাগানো হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক সাইনবোর্ড।
১৮৪৭ দিন আগে