অপারেশন থিয়েটার
চাঁদপুর সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ড
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এক পুলিশ কনস্টেবলের সহায়তায় দ্রুতই আগুন নেভানো সম্ভব হয় বলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ওই হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সফিকুর রহমান নামে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল এক আনসার সদস্যকে নিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভান।
ওটি রুমে ডিউটিরত আয়া মিলি ইউএনবিকে বলেন, ‘আমি বৈদ্যুতিক সুইচ বোর্ডের কাছে দরজা বন্ধ করতে গেলে পোড়া গন্ধ পাই, সঙ্গে সঙ্গে স্টাফ নার্স আছমা আপাকে জানাই। এর মধ্যেই ধোঁয়া উঠে আগুন লেগে যায়।’
আরও পড়ুন: চাঁদপুরে আগুনে ১০ লাখ টাকার মালামাল ছাই, আহত ১০
এরপর হুড়োহুড়ি করে সবাই পালাতে গেলে ওই কনস্টেবল ও আনসার সদস্য এগিয়ে এসে আগুন নেভান বলে জানান মিলি।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান ও আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজলসহ দায়িত্বশীল কর্মর্কতারা।
ডা. সৈয়দ আহমদ ইউএনবিকে বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল। বড় ধরনের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছি।’
ডা মাহবুবুর রহমান জানান, হাসপাতালের ওটি রুমে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের অন্য কোথাও যদি ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলোও পরীক্ষা করা হচ্ছে।
প্রসঙ্গত, কয়েকমাস আগেও এই হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ড ঘটেছিল।
১৪০ দিন আগে