স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবনায় অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের বৈঠকে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা (পৌরসভা) ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিলের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
আরও পড়ুন: বেকারত্ব লাঘবে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: আসিফ মাহমুদ
ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা বলেন, ‘আমরা আগের ব্যবস্থায় ফিরে যাচ্ছি (যখন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক ছাড়াই হত)। আগের(আওয়ামী লীগ) সরকার দলীয় প্রতীক চালু করেছিল।
১৩৩ দিন আগে