স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবনায় অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের বৈঠকে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা (পৌরসভা) ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিলের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
আরও পড়ুন: বেকারত্ব লাঘবে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: আসিফ মাহমুদ
ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা বলেন, ‘আমরা আগের ব্যবস্থায় ফিরে যাচ্ছি (যখন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক ছাড়াই হত)। আগের(আওয়ামী লীগ) সরকার দলীয় প্রতীক চালু করেছিল।