পদ্মার তীব্র স্রোত
পাটুরিয়ার অস্থায়ী লঞ্চঘাটও ক্ষতিগ্রস্ত, আবারও লঞ্চ লাচল বন্ধ
পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়ার অস্থায়ী লঞ্চঘাটেও ভাঙন দেখা দিয়েছে। এতে ঘাটের পন্টুনের র্যাম্পের তার ছিড়ে গিয়ে একটি র্যাম্প নদীতে পড়ে গেছে। ফলে আবারও বন্ধ হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে প্রবল স্রোতে পাটুরিয়ার ২ নম্বর ফেরিঘাটের পন্টুনের নিচ থেকে মাটি সরে গেলে এ ঘটনা ঘটে।
পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মা নদীর ভাঙনে লঞ্চঘাটটি ভেঙ্গে যাওয়ায় জরুরি ভিত্তিতে লঞ্চ সার্ভিস সরিয়ে নেওয়া হয়েছিল ২ নম্বর ফেরিঘাটে। কিন্তু প্রবল স্রোতে ওই ফেরিঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ হচ্ছে পাটুরিয়া লঞ্চঘাট।
১১৮ দিন আগে