জেরুজালেমের বাতাস
বায়ুদূষণের শীর্ষে আজ জেরুজালেম, ঢাকায় কী অবস্থা
আজ সোমবার, সপ্তাহের তৃতীয় কর্মদিবস। রাজধানী ঢাকাতে আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও সকাল থেকেই রোদঝলমলে আবহাওয়া, তাপমাত্রাও কিছুটা বেশি অনুভূত হয়েছে। তবে এর মধ্যেও ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেকটা কম বলে জানিয়েছে বাতাসের দূষণের মান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ার।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বাতাসের একিউআই সূচক ছিল ৫৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৬৭তম স্থানে নেমে এসেছিল ঢাকা।
এদিকে, এই তালিকার শীর্ষে সাধারণত আফ্রিকান বা দক্ষিণ এশিয়ার কোনো শহর থাকলেও আজ শীর্ষে রয়েছে ইসরায়েলের জেরুজালেম। শহরটির একিউআই স্কোর ২৩২— যার মানে শহরটির বাতাস হয়ে উঠেছে ‘খুব অস্বাস্থ্যকর’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ ও কঙ্গোর কিনশাসা। স্কোর যথাক্রমে ১৮২ ও ১৬৫।
অন্যদিকে, বায়ুমান সূচক অনুযায়ী ঢাকার স্কোর ‘মাঝারি’ শ্রেণিভুক্ত হলেও শহরটির বাতাসের মান ভালো হয়ে ওঠার খুব কাছাকাছি। গতকাল সকালের দিকে ৫০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘ভালো’ হয়ে উঠেছিল। সে তুলনায় আজ সামান্য অবনতি হলেও খুব বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠেনি শহরটির বাতাস।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
তবে গতকাল ৯০ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার নিচের দিকে থাকলেও আজ শীর্ষ দশে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। ১৪৪ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে শহরটি। অন্যদিকে, গতকালের চেয়ে আজ ভারতের দিল্লির বাতাসের দূষণ কমেছে। ৭৭ স্কোর নিয়ে ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে শহরটির বাতাস।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১১৬ দিন আগে