নারীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ এশিয়ান হাইওয়ের পাশ থেকে ফাতেমা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারী ফাতেমা বেগম (৫০) বন্দর উপজেলার লাঙ্গলবন্দ দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।
নিহত ফাতেমার ছোট ছেলে সাইফুল ইসলাম জানান, তার মা শনিবার বিকালে তার ছোট মেয়ের জামাই নান্টু মিয়ার সঙ্গে মদনপুরে কিস্তিতে টাকা তুলতে গিয়েছিলেন। তারপর থেকেই তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরেও ফাতেমার কোনো সন্ধান না পেয়ে তারা বন্দর থানায় একটি সাধারণ ডায়রি করেন। তবে ঘটনার পর থেকেই ফাতেমার সঙ্গে থাকা মেয়ের জামাই নান্টুর আচরণ ছিল রহস্যজনক।
আরও পড়ুন: তিস্তায় হাত বাঁধা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
পুলিশ জানান, রবিবার সকালে জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ের পাশে একটি অজ্ঞাত লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তালতলা পুলিশ ফাঁড়ির পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করে।
তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর কারণ জানা যাবে।
আরও পড়ুন: লালমনিরহাটে নিখোঁজের দুই দিন পর ব্যক্তির লাশ উদ্ধার
২ মাস আগে
যশোরে কলাবাগান থেকে নারীর লাশ উদ্ধার
যশোরের মনিরামপুর উপজেলায় ৩২ বছরের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়নগর ইটভাটার পাশের একটি কলাবাগান থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
র্যাব- ৬ যশোর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, নিহত নারীর নাম হীরা বেগম এবং তিনি মনিরামপুরেরই বাসিন্দা। তদন্তের স্বার্থে তার বিস্তারিত পরিচয় জানায় এই কর্মকর্তা।
আরও পড়ুন: নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ: চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন জয়নগর ইটভাটার পাশে কলাবাগানে এক নারীর লাশ পড়ে আছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যার পরপরই ওই নারীকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি।
আরও পড়ুন: গড়াই নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১
ওসি জানান, ঘটনাস্থলে পুলিশের সঙ্গে র্যাব ও পিবিআই সদস্যরা ছায়া তদন্ত করছে।
২ বছর আগে
নড়াইলে গলায় কলসি বাঁধা অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বারইপাড়া নামক স্থানের নবগঙ্গা নদীরচর থেকে অর্ধ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিক ভাবে তার পরিচয় ও মৃত্যুর কোন কারণ জানা যায়নি।
আরও পড়ুন: পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পুলিশ জানায়, উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া নামকস্থানে নদীর চরে আটকে পড়া গলায় কলসি বাঁধা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে কালিয়া থানা পুলিশ বুধবার দুপুর দিকে অজ্ঞাত ওই নারীর অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ নড়াইল মর্গে পাঠিয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, গলায় কলসি বাঁধা লাশটি উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।
আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু
পঞ্চগড়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু
২ বছর আগে
ভোগাই নদী থেকে নারীর লাশ উদ্ধার, অভিযুক্ত ছেলে আটক
শেরপুরে নালিতাবাড়ীতে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর লাশ উদ্ধার
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আড়াইআনি বাজারের জেলখানা এলাকায় ভোগাই নদী থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নূরভানু (৫৫) নালিতাবাড়ী শহরের নিজপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী এবং পেশায় দিনমজুর।
আটক ফারুক আহমদকে (৩৫) অনেকটা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে স্থানীয়রা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে। নিহত নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছেলে ফারুক আহমদকে আটক করা হয়েছে।
২ বছর আগে
কুষ্টিয়ায় নিজ বাসায় হিন্দু নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়া শহরের নিজ বাসায় সোমবার সন্ধ্যায় ৫৫ বছর বয়সী এক হিন্দু নারীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শেফালী বিশ্বাস ওই এলাকার পিডিবির অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী। তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ ও পরিবারের সদস্যরা।
নিহতের স্বামী আনন্দ কুমার বলেন, ‘আমরা দোতলায় থাকি। আমার স্ত্রী শেফালী সেখানেই ছিলেন। চারতলায় নির্মাণকাজ চলছে। আমি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলাম। বাসায় নেমে দেখি আমার স্ত্রী পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া এবং শরীরে আঘাতের চিহ্নও আছে। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, সেখানে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ১০৫ বছর বয়সী নারীর মৃত্যু
তিনি বলেন, ‘আমার মনে হয় ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তার গলা ও চোখের ওপরে জখম আছে।’
তবে নিহতের ভাই দীপক বিশ্বাস দাবি করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্য বের করার জন্য তিনি পুলিশকে অনুরোধ করেন।
সিআইডির পরিদর্শক স্বপন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন: চাঁদপুরে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ছাব্বিরুল আলম জানান, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
২ বছর আগে
নওগাঁয় ধানখেত থেকে নারীর লাশ উদ্ধার
নওগাঁর বদলগাছী উপজেলার একটি ধানখেত থেকে ছবি খাতুন (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার দেউলিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছবি খাতুনের মাদকাসক্ত ছেলে সবুজ হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানান, বৃহস্পতিবার বিকালে দেউলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী জমির ধান দেখতে গেলে খেতে ছবি খাতুনের লাশ দেখতে পান। সাথে সাথে তিনি গ্রামবাসীকে জানালে স্থানীয় এলাকাবাসী বদলগাছী থানায় খবর দেয়। পরে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: খানসামায় ধানখেতের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
মৃত ছবি খাতুনে স্বামী বাবলু মিয়া জানান, আমার স্ত্রীর কাছে ৫৬ হাজার টাকা ছিল। তার ছেলে সবুজ হোসেন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই তার বাবা মার সাথে ঝগড়া বিবাদ এমনকি মারধর করতো। বাড়িতে রক্ষিত ৫৬ হাজার টাকার জন্যই সবুজ হোসেন তার মা ছবি খাতুনকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
নওগাঁর বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এটা একটি পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টাকার জন্যই এঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। নিহতের লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা জানা যাবে।
আরও পড়ুন: মাগুরায় ধানখেত থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
ওসি জানান, আটক সবুজ হোসেনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
৩ বছর আগে
রাজশাহীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকায় পুকুর থেকে অজ্ঞাত এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ বছর আগে
বাগেরহাটে মাছের ঘের থেকে নারীর লাশ উদ্ধার
ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া গ্রামে বাড়ির পাশে মাছের ঘের থেকে বৃহস্পতিবার সকালে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
দিনাজপুরে নারীর লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার একটি শালবাগান থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
ঝিনাইদহে বাগান থেকে নারীর লাশ উদ্ধার
ঝিনাইদহ সদর উপজেলার পুড়াবেতাই গ্রামের একটি মেহগনি বাগান থেকে বুধবার স্বামী পরিত্যক্তা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে