ডেমরা
ডেমরায় ছেলের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ
ঢাকার ডেমরায় ছেলের আঘাতে ৬৫ বছর বয়সী এক বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
নিহত উন্মেষ সরকার রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকার সুরেশ সরকারের ছেলে।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, পিকআপ চালক নিহত
সোমবার (২৭ মে) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি অঙ্গন মিত্র জানান, তিনি শুনেছেন উম্মেশ সরকারকে তার নিজের ছেলে বিষ্ণু সরকার আঘাত করেছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতের বুকের বাম পাঠে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের প্রকৃত কারণ উদঘাটনে ডেমরা থানা ঘটনা তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যশোরে বাস উল্টে নিহত ২, আহত ৪
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় জেলাগুলোতে নিহত ৭
৫ মাস আগে
ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে শরীফ নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খুলনায় বজ্রপাতে মাছচাষির মৃত্যু
নিহত শরীফের (২৬) বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শী জানায়, শরীফ ডেমরা এলাকায় সাত তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রবিবার রাত পৌনে ৯টার দিকে নওয়াজ শরিফকে মৃত ঘোষণা করা হয়।
শরীফের ভাই মো. সুজন মিয়া তাদের পরিবারের আকস্মিক ও মর্মান্তিক ক্ষতির কথা তুলে ধরে ঘটনার মর্মান্তিক ঘটনা তুলে ধরেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শরীফের লাশ ময়নাতদন্তের অপেক্ষায় জরুরি বিভাগে রাখা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
কালবৈশাখীতে বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৮
৭ মাস আগে
ডেমরায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক
রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাকের ধাক্কায় লাবনী আক্তার নামে একজন পথচারী হয়েছেন।
নিহত পথচারী লাবনী আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বট বালিগা এলাকার মো. বাবুল গাজীর মেয়ে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, স্টাফ কোয়ার্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ৩০ মিনিটে মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
আরও পড়ুন: কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
৯ মাস আগে
ডেমরায় বাসে আগুন, ঘুমন্ত চালকের সহকারী নিহত
রাজধানীর ডেমরা এলাকায় রবিবার (২৯ অক্টোবর) অসিম পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ায় চালকের সহকারী নিহত হয়েছেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. নাঈম (২২) বরিশালের কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে। তিনি ডেমরার হাজীনগর এলাকায় থাকতেন।
রবিউল (২৫) নামের বাসটির চালক দগ্ধ হয়ে বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
এসআই সাইদুর বলেন, দুর্ঘটনার সময় বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল এবং চালক ও সহকারী উভয়েই ভেতরে ঘুমিয়ে ছিলেন।
তিনি আরও বলেন, দুর্বৃত্তদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ডাকা হরতালে ঢাকার সড়ক ফাঁকা, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর
মানিকগঞ্জে দেশব্যাপী হরতাল চলাকালে বাসে আগুন
১ বছর আগে
ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ১০ তলা ভবনের ৭ম তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে পুলিশ।
নিহত মো. মাহফুজুর রহমান মাসুম (৩০) লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব চড়া মনিমোহন গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি ওই ভবনেই থাকতেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডেমরা থানার উত্তর সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ডেমরায় ক্রেন দুর্ঘটনায় ৩ নির্মাণ শ্রমিক নিহত
নিহতের সহকর্মী মো. জুয়েল বলেন, বেলা ১১টার দিকে নাস্তা করে ১০ তলা ভবনের ৭ম তলায় কাজ শুরু করেন মাসুম।
হঠাৎ ভবনের ৭ম তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মাসুম।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত, আহত ১
১ বছর আগে
ডেমরায় ক্রেন দুর্ঘটনায় ৩ নির্মাণ শ্রমিক নিহত
রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেন চাপায় শনিবার তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- জাফর (৫০), মোস্তফা (৪২) ও মিজান (৩২)।
যোগাযোগ করা হলে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বলেন, দুপুর ২টার দিকে ডেমরার নোয়াপাড়ার নূর-ই-মদিনা মসজিদের পাশে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে ফের এলজিইডির নির্মাণাধীন ব্রিজের শাটারিং ধস
এসআই আউয়াল বলেন, হঠাৎ নির্মাণ সামগ্রী উত্তোলনকারী একটি ক্রেন থেকে লোড লাইন ছিঁড়ে গেলে শ্রমিকদের ওপর পড়লে জাফর, মোস্তফা ও মিজান ঘটনাস্থলেই মারা যান।
লাশগুলো ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
যশোরে বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণাধীন ভবনধসে ৯ শ্রমিক আহত
১ বছর আগে
ডেমরায় আম বাগানে বৈদ্যুতিক তারে জড়িয়ে ২ ভাইয়ের মৃত্যু
রাজধানীর ডেমরায় আম বাগানে খেলতে খেলতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে ডেমরায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আরিয়ান(৭) ও তার ভাই রায়হান(২)। তাদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথের দন্ডমানিকপুর এলাকায়।
এছাড়া বাচ্চাদের মা একটি কারখানায় কাজ করেন, বাবা পেশায় একজন ড্রাইভার।
আরও পড়ুন: সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
শিশুটির বাবা মারফত আলী জানান, দুই ভাই প্রতিবেশী দীপুর আম বাগানে খেলতে গিয়েছিল। কেউ যাতে আম নিতে না পারে সেজন্য বাগান মালিক আম বাগানের চারপাশে বৈদ্যুতিক তার লাগিয়েছিলেন।
তিনি আরও জানান, বাগানে খেলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুই শিশু। তাদের পা পুড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
চাঁদপুরে বৃষ্টির সময় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ কিশোরের মৃত্যু
১ বছর আগে
ডেমরায় গুলিভর্তি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল জব্দ, আটক ১
রাজধানীর ডেমরা থেকে ১০ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ব্লাঙ্ক কার্তুজ, দুটি মোবাইল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে মো. দেলোয়ার হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার র্যাব-১১ সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার মুরাদনগরের মো. শাহ জাহানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি’র ডেমরা থানাধীন ডগাইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে একাধিক হত্যা, অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার আসামির কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ব্লাঙ্ক কার্তুজ, দুটি মোবাইল ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
এতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তার দেলোয়ার হোসেনের বাড়ি কুমিল্লা জেলায় হলেও দীর্ঘদিন যাবৎ সে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে চাঁদাবাজি, ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
আরও বলা হয়, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সে কৌশলে গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও এতে জানানো হয়।
আরও পড়ুন: উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবা জব্দ
কুমিল্লায় গ্রেপ্তার ২, ফেন্সিডিল জব্দ
২ বছর আগে
ডেমরায় জুতা কারখানায় আগুন
রাজধানীর ডেমরায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ০৫ মিনিটে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার উপ সহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, রাজমহল সিনেমা হলের পাশের একটি টিন-শেড ভবনে অবস্থিত জুতা কারখানায় বৈদ্যুতিক গোলোযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ৫০ লাখ টাকা উদ্ধার হলেও আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়েছে ২৯ ঘর
চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
চাঁদপুরে বরিশালগামী লঞ্চে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ
২ বছর আগে
রূপগঞ্জে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে এলাকাবাসী
ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের মুশুরী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কটির স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সৃষ্ট গর্তে কোথাও হাঁটু সমান পানি। আবার কোথাও কোমর সমান পানি জমে থাকে। প্রতিদিনই হালকা পরিবহন উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তার দুই পাশ দিয়ে পথচারীরা চলাচল করতে পারছে না। পাকা রাস্তার মাঝখানে কাদার ছড়াছড়ি। দিন-দিন এলাকাবাসীর দুর্ভোগ বেড়েই চলছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল দশা, রোগীর সেবায় পরিচ্ছন্নকর্মীরা
পাথরবাহী লড়ি ও মালবাহী ট্রাক অবাধে চলাচল করার কারণে সড়কের এমন বেহাল অবস্থা হয়েছে বলে স্থানীয়দের জানান। সড়কের এমন বেহাল দশার কারণে স্থানীয় লোকজনের ভোগান্তিও চরমে উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রূপগঞ্জ উপজেলা সদর, থানা, সাব রেজিষ্ট্রি অফিস, প্রধান ডাকঘর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়। ইছার মাথা ও ইটবহনকারী ট্রাক চলাচল করে সড়কটি ভেঙে যাচ্ছে। রাতের আঁধারে এনডিই এর পাথরবাহী ট্রাক সহ মালবাহী ভারী যানবাহন চলাচল করায় সড়কটি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। স্থানে স্থানে খানাখন্দের গর্তে পানি জমে থাকায় হালকা যানবাহনের ইঞ্জিনে পানি প্রবেশ করছে। তাতে ক্ষতিগ্রস্থ হচ্ছে গাড়ির মালিকরা।
হারিন্দা গ্রামের সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, সড়কটি ঝুকিপূর্ণ হওয়ায় তাদের উৎপাদিত পণ্য সময়মতো বাজারজাত করতে পারছেন না তারা। তাতে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে পরিবহন খরচ ও সময় বেশি লাগছে। অনেকেই দশ কিলোমিটার রাস্তা ঘুরে বিকল্প রাস্তা দিয়ে আসা যাওয়া করতে বাধ্য হচ্ছে।
আরও পড়ুন: সোনাহাট স্থলবন্দর সড়কের বেহাল দশা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, রাজস্ব হারাচ্ছে সরকার
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া বলেন, ‘ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কটি এলজিইডির হলেও আমার ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাটি একাধিকবার সংস্কার করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। শিগগিরই সড়কটি সংস্কার করা হবে বলে আমি আশা করি।’
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ জামালউদ্দিন জানান, ডেমার-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। সড়কের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া বলেন, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে এ সড়কের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। সড়কের উভয়পাশ ৩ফুট প্রশ্বস্ত করে দ্রুত সংস্কার কাজ করা হবে।
৩ বছর আগে