আলোচনা সভা ও সম্মাননা প্রদান
জেলা প্রশাসনের আয়োজনে যশোরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে যশোরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হ্যাচারি মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদারসহ বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষি ও সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যশোরে মৎস্য খাত সঠিকভাবে পরিচালিত হলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব।’
তিনি বলেন, অধিকাংশ সমস্যাগুলো মৎস্য ঘের, বিল ও বাওড় কেন্দ্রিক হয়ে থাকে। অপরাধীরা ঘের বাওড়-কেন্দ্রিক আশ্রয় নিয়ে থাকে, তারা যেন এসব জায়গায় অপরাধীরা যেন আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে চাষিদের সতর্ক থাকতে হবে। মৎস্য চাষিদের বিভিন্ন সুযোগসুবিধা বৃদ্ধির লক্ষ্যে করণীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসসহ জেলায় ল্যাব প্রতিস্থাপনের জন্য আশ্বস্ত করেন। পাশাপাশি মৎস্য খাতকে বাঁচাতে চীনা জাল ব্যবহারে সতর্কতা করেন।’
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালে বড় ধরনের পরিবর্তন এসেছে। ২০২৪ সালের পরিবর্তনের আলোকে মৎস্য খাতেও আধুনিকায়ন প্রয়োজন, না হলে এ খাতকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
মৎস্য অভয়ারণ্য গড়ে তুলতে এবং দেশীয় মাছ রক্ষার্থে সবার সচেষ্ট ভূমিকা রাখতে অনুরোধ করেন তিনি।
সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখার জন্য হ্যাচারি মালিক ও মৎস্য চাষিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মৎস্য কর্মকর্তা ও অতিথিগণ যশোর পৌর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
১০৮ দিন আগে