ব্যাপক ক্ষতি
তাপপ্রবাহে মৃত্যু-স্বাস্থ্যহানির ঝুঁকিতে গবাদিপশু, ব্যাপক ক্ষতির আশঙ্কা
দেশে চলমান তাপপ্রবাহের কারণে গবাদিপশুর মৃত্যুসহ মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। এর আগে এত লম্বা সময় তাপপ্রবাহ দেখা যায়নি।
তবে দীর্ঘসময় ধরে তীব্র গরমে মানুষের পাশাপাশি ঝুঁকিতে রয়েছে গবাদিপশুও। মৃত্যুসহ মারাত্মক স্বাস্থ্যহানির কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এটি মাঠ পর্যায়ের ভেটেরিনারিয়ান ও প্রাণি বিশেষজ্ঞদের জন্য নতুন একটি অভিজ্ঞতাও। তারা মনে করেন বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু উপযোগী খামার ব্যবস্থাপনা, খাদ্য ও গবাদি পশু-পাখির জাত নির্বাচন নিয়ে গবেষণা জরুরি হয়ে পড়েছে।
আরও পড়ুন: পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন: বাকৃবি অধ্যাপক
তীব্র তাপপ্রবাহে গবাদিপশুর উপর কেমন প্রভাব পড়েছে জানতে চাইলে ইউএনবিকে এসব তথ্য জানান দেশের বিভিন্ন অঞ্চলের জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাণী বিশেষজ্ঞরা।
চুয়াডাঙ্গার জেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তীব্র গরমে পোল্ট্রিতে সবচেয়ে বেশি হিট স্ট্রোকের সমস্যা দেখা দিচ্ছে। মাঠপর্যায়ে গবাদিপশুর ক্ষেত্রে খাওয়া কমিয়ে দেওয়ার অভিযোগ শোনা যাচ্ছে। তাপপ্রবাহ শেষ হলে মাঠপর্যায়ে গবাদিপশুর ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটি জানা যাবে।
এসময় শ্রীমঙ্গল উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিকও বলেন, তাপপ্রবাহ শেষ হলে মাঠপর্যায়ের সম্পূর্ণ অবস্থা সম্পর্কে জানা যাবে।
তবে বাকৃবির তিনজন প্রাণী বিশেষজ্ঞ প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান ও ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ তাপপ্রবাহে গবাদিপশুর কী পরিমাণ ক্ষতি হতে পারে সে সম্পর্কে ধারণা দিয়েছেন এবং ক্ষয়ক্ষতি কমানোর পরামর্শও দিয়েছেন।
অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বলেন, উষ্ণ তাপমাত্রায় মশা-মাছিসহ বিভিন্ন রোগ-জীবাণু বহনকারী কীটপতঙ্গের প্রজনন বাড়ে। তবে ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসব কীটপতঙ্গের প্রজনন বন্ধ হয় এবং মারা যায়।
এ প্রাণি বিশেষজ্ঞ আরও বলেন, বৈশ্বিক উষ্ণতায় শীত প্রধান দেশে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এসব কীটপতঙ্গ প্রজনন উপযোগী হওয়ায় অনেক কীটপতঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। ফলে পশু-পাখি ও মানুষে পরজীবী আক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
মুরগির হিট স্ট্রোক প্রতিরোধে প্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক সহিদুজ্জামান বলেন, মুরগির শরীরে পানি স্প্রে না করারই পরামর্শ থাকবে। কারণ এতে মুরগি তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাধাপ্রাপ্ত হবে এবং ঘরের আর্দ্রতা অতিরিক্ত বৃদ্ধির ফলে শ্বাসকষ্টে মুরগি মারা যাবে।
এছাড়া মুরগিকে সকালে ও দিনের উত্তপ্ত সময়ে সার্বক্ষণিক খাবার না দিয়ে বাইরে তাপমাত্রা কিছুটা কমার পর বিকেল থেকে সার্বক্ষণিক খাবার দেওয়ার পরামর্শ দেন তিনি।
আরেক প্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান ইউএনবিকে বলেন, প্রাণীর জন্য গরমের মধ্যে মানুষের মতো শরীর ঠান্ডা করে খাবার খাওয়ার তেমন সুযোগ নেই। প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় তারা রোদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, ঘাসসহ নানা রকম খাবার খাচ্ছে। এত গরমে তাদের শরীর পানিশূন্য হয়ে যেতে পারে। ফলে তাদের সম্পূর্ণ কিডনি বা কিডনির একটি অংশ বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে।
উচ্চ তাপমাত্রায় গবাদিপশুর মস্তিষ্কে প্রভাব সম্পর্কে তিনি বলেন, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশ হাইপোথ্যালামাস ভালোভাবে কাজ না করার আশঙ্কা রয়েছে। তখন শরীরের তাপমাত্রা হয় একদম কমে যাবে না হলে একদম বেড়ে যাবে। এমনকি এ পর্যায়ে গবাদিপশুর হজম ক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে।
আরও পড়ুন: সুস্থ-সবল জাতি গঠনে ওয়ান হেলথ গুরুত্বপূর্ণ: বাকৃবি উপাচার্য
৭ মাস আগে
সিরাজগঞ্জে বন্যায় তাঁত শিল্পে ব্যাপক ক্ষতি
সিরাজগঞ্জে বন্যায় তাঁত সমৃদ্ধ এলাকার হাজার হাজার তাঁত কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও অনেক তাঁত কারখানা বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। এতে তাঁত মালিকরা লোকসানের মুখে পড়েছে। সেইসাথে লাখ লাখ তাঁত শ্রমিক এখন কাজ না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার প্রায় ৫ লাখ পাওয়ারলুম ও হ্যান্ডলুম মেশিনে তাঁত-পণ্য তৈরি হয়। বিশেষ করে তাঁত সমৃদ্ধ শাহজাদপুর, বেলকুচি ও এনায়েতপুরে তাঁত পণ্য বেশি তৈরি হয়। এবারের বন্যায় তাঁত সমৃদ্ধ এলাকাসহ এসব এলাকার হাজার হাজার তাঁত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।
যমুনায় পানি কমতে থাকলেও এখনও অনেক তাঁত কারখানা পানিতে নিমজ্জিত রয়েছে। এতে তাঁত কারখানার সুতা প্রস্তুত করার ভিম, লোহার ল্যাংগোজ, মেশিনের পায়া ও ইলেকট্রনিক মটরসহ সুতা নষ্ট হয়ে গেছে। বন্যা পরবর্তীতে এসব তাঁত কারখানা চালু করতে নতুন করে সুতা ক্রয় ও ভিম তৈরি করতে হবে। মেরামত ও পরিবর্তন করতে হবে পাওয়াররুম-হ্যান্ডলুমের অনেক যন্ত্রাংশ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, নিম্নাঞ্চলের মানুষের দুর্দশা বাড়ছে
সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি, নতুন এলাকা প্লাবিত
বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত তাঁত মালিকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। এ কারণে তারা আবারও তাঁত কারখানা চালু করতে হিমশিমে পড়েছে এবং চরম আর্থিক সংকটের কারণে অনেক তাঁত কারখানা চালু করার সম্ভাবনা নেই।
বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁত কারখানা পুনরায় চালু করতে সরকারি প্রণোদনা ও স্বল্প-সুদে ঋণের দাবি করছেন তাঁত মালিকেরা।
জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীসহ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
এছাড়া তাঁত মালিক ও শ্রমিকদের আর্থিক সহায়তায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে বলে তিনি জানান।
৩ বছর আগে
আম্পানের প্রভাবে নাটোরে ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নাটোরে বুধবার রাতে বৃষ্টিতে বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ বছর আগে
শিলাবৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজের ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১
ফরিদপুরে মঙ্গলবার ভোর রাতে হঠাৎ শিলাবৃষ্টিতে পেঁয়াজ, মসুরি, সরিষাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বজ্রপাতে এক যুবক মারা গেছেন।
৪ বছর আগে