বজ্রপাতে নিহত
দিনাজপুরে বজ্রপাতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কৃষক নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে জমি চাষের সময় বজ্রাঘাতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকালে গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষক রবিন সরেন (৩৮) একই এলাকার বাবু রাম সরেনের ছেলে।
আরও পড়ুন: বজ্রপাতে মাগুরায় এসএসসি পরিক্ষার্থীসহ মৃত্যু ২
স্থানীয় গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল কবির রাজু জানান, শনিবার সকালে ইঞ্জিন চালিত পাওয়ার টিলার দিয়ে মাঠে জমি চাষ সময় বজ্রপাতে গুরুতর আহত হন রবিন সরেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
৯৬৩ দিন আগে
সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু
সুনামগঞ্জের দিরাইয়ে কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় দাভাঙ্গা হাওরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।
আরও পড়ুন: শেরপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরার হোসেন একরার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুলঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বিকালে বৃষ্টি শুরু হলে রবীন্দ্র ও টিপু খলায় স্তুপ করে রাখা ধান ঢাকতে যান। এই সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলে তারা নিহত হন। রাতেই তাদের লাশ সৎকার করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৩
১০৬৮ দিন আগে
পঞ্চগড়ে বজ্রপাতে ব্যক্তি নিহত, আহত ৪
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রাধাঁনগর ইউনিয়নের রসেয়া দুর্গামন্দির এলাকায় সোমবার রাতে এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।
নিহত রঞ্জিত বর্মন (৩০) ওই এলাকার ভূজেন বর্মনের ছেলে।
আরও পড়ুন: চিলমারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
আহতরা হলেন-একই এলাকার কালকাটু বর্মনের ছেলে গণেশ (৪৫), কানাদুরু চন্দ্রের ছেলে কুলিন (৪৫), বিরেন্দ্রনাথের ছেলে পরিতোষ (৩২) ও প্রেমোহরি বর্মনের ছেলে ভবেশ (৫৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজারউদ্দীন জানান, দূর্গামন্দির এলাকায় দুটি চায়ের দোকানে রঞ্জিতসহ চার জন চা খেয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। আকষ্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিতকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ভবেশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যরা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: বজ্রপাতে মৃত্যুহার কমাতে সরকার কাজ করছে: ত্রাণ প্রতিমন্ত্রী
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো হুমায়ূন কবীর হাসপাতালে নিয়ে আসার আগেই রঞ্জিতের মৃত্যু হয়েছে নিশ্চিত করেছেন।
১২৭৫ দিন আগে
বজ্রপাতে তিন জেলায় নারীসহ নিহত ৩
মাগুরা, খুলনা ও মাদারীপুরে রবিবার বজ্রপাতে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের সাকিরণ নেছা (৫০), বটিয়াঘাটা উপজেলার বুনারাবাদ গ্রামের সমির রায় (৩৫) ও মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুঘাট গ্রামের আয়শা বেগম (৫০)।
আরও পড়ুন: চট্টগ্রাম ও ফেনীতে বজ্রপাতে নিহত ৫
ইউএনবির প্রতিনিধিদের পাঠানোর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে রবিবার বিকালে বজ্রপাতে সাকিরণ নেছা নামে এক নারী নিহত হয়েছে। তিনি ঘুল্লিয়া গ্রামের ছুরমান শেখের স্ত্রী। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, বিকালে তিনি নিজ বাড়িতে কাজ করার সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
খুলনার বটিয়াঘাটা উপজেলার বুনারাবাদ গ্রামে রবিবার রাত ১০টার দিকে নদীতে মাছ মেরে বাড়ি আসার সময় বজ্রপাতে সমির রায় নামে এক কৃষক নিহত হন।
সোমবার সুরখালি ইউনিয়নের সংরক্ষিত ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৩
মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুঘাট গ্রামে রবিবার সন্ধ্যায় হঠাৎ বজ্রপাত হলে আয়শা বেগম নামে আরেক নারী ঘটনাস্থলে নিহত হন। তিনি স্থানীয় ছোরফান হাওলাদারের স্ত্রী।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, নিজ জমিতে বাদাম সংগ্রহকালে বজ্রপাতে তিনি ঘটনাস্হলে মারা যান।
১৩৮৮ দিন আগে
পাবনায় বজ্রপাতে নিহত ২
পাবনার সাঁথিয়া উপজেলায় মঙ্গলবার সকাল ১০টার দিকে বজ্রপাতে দুইজনের মৃত্যু খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামের জয়নাল প্রামানিকের ছেলে ইমরান হোসেন (১৮) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুটিয়া গ্রামের আফছার আলীর ছেলে আরিফ হোসেন (১৫)।
আরও পড়ুন: সারাদেশে কালবৈশাখীর আঘাতে নিহত ১
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ইমরান হোসেন বাড়ির পাশে মাঠে বেগুন তুলছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে আরিফ হোসেন শ্রমিক হিসেবে আফরা গ্রামের মাঠে বাঙ্গি তুলছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: বগুড়ায় মাছ ধরার সময় বজ্রপাতে বাবা-ছেলেসহ নিহত ৩
১৪১৫ দিন আগে
শিলাবৃষ্টিতে ফরিদপুরে পেঁয়াজের ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১
ফরিদপুরে মঙ্গলবার ভোর রাতে হঠাৎ শিলাবৃষ্টিতে পেঁয়াজ, মসুরি, সরিষাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বজ্রপাতে এক যুবক মারা গেছেন।
১৮৪৯ দিন আগে