মাগুরা, খুলনা ও মাদারীপুরে রবিবার বজ্রপাতে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের সাকিরণ নেছা (৫০), বটিয়াঘাটা উপজেলার বুনারাবাদ গ্রামের সমির রায় (৩৫) ও মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুঘাট গ্রামের আয়শা বেগম (৫০)।
আরও পড়ুন: চট্টগ্রাম ও ফেনীতে বজ্রপাতে নিহত ৫
ইউএনবির প্রতিনিধিদের পাঠানোর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে রবিবার বিকালে বজ্রপাতে সাকিরণ নেছা নামে এক নারী নিহত হয়েছে। তিনি ঘুল্লিয়া গ্রামের ছুরমান শেখের স্ত্রী। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক নাথ বিশ্বাস জানান, বিকালে তিনি নিজ বাড়িতে কাজ করার সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
খুলনার বটিয়াঘাটা উপজেলার বুনারাবাদ গ্রামে রবিবার রাত ১০টার দিকে নদীতে মাছ মেরে বাড়ি আসার সময় বজ্রপাতে সমির রায় নামে এক কৃষক নিহত হন।
সোমবার সুরখালি ইউনিয়নের সংরক্ষিত ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৩
মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বালুঘাট গ্রামে রবিবার সন্ধ্যায় হঠাৎ বজ্রপাত হলে আয়শা বেগম নামে আরেক নারী ঘটনাস্থলে নিহত হন। তিনি স্থানীয় ছোরফান হাওলাদারের স্ত্রী।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, নিজ জমিতে বাদাম সংগ্রহকালে বজ্রপাতে তিনি ঘটনাস্হলে মারা যান।