ভারতীয় নারী আটক
বেনাপোলে হুন্ডির ১৭ লাখ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
যশোরের বেনাপোল চেকপোস্টে হুন্ডির ১৭ লাখ টাকাসহ দুই ভারতীয় নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (১৫ (ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
এর আগে গতকাল (রবিবার) রাত ৮টার দিকে টাকাসহ তারা আটক হন।
আটক দুই নারী হলেন— ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্যর স্ত্রী রীনা বৈদ্য (৩৭) ও একই এলাকার মৃত সানোয়ার শাহাজীর স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।
রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার ভারতের পাসপোর্টধারী দুই নারী বাংলাদেশে প্রবেশের পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমস স্ক্যানিং তল্লাশি কেন্দ্রে তাদের ব্যাগ তল্লাশি করে ১৭ লাখ টাকা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা এক হাজার টাকার বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, জব্দ করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
১ দিন আগে