চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
চবিতে আবারও দফায় দফায় সংঘর্ষ, সব পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষ চলছে। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত অর্ধশত ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উত্তরা আবাসিক ২ নম্বর গেটে এ সংঘর্ষ চলছিল।
এ সময় স্থানীয়দের নিক্ষেপ করা ইটের আঘাতে আহত হন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের আজ পরীক্ষা ছিল। তাই বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
শিক্ষার্থীরা জানান, দুই-তিনদিক থেকে চবির শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে স্থানীয়রা। শিক্ষার্থীরাও জড়ো হয়ে হামলা প্রতিরোধের চেষ্টা শুরু করেন। তবে স্থানীয়দের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীরা বারবার পেছাতে বাধ্য হন, অনেক শিক্ষার্থী ইটের আঘাতে আহত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একজন সদস্যও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শিক্ষার্থীরা বলেন, আজ (রোববার) সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যদের দেখতে পেয়েছি। তবে এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তারা চলে যান। এর পরপরই দুপুর ১২টার দিকে ফের সংঘর্ষের শুরু হয়।
এ বিষয়ে তারা একটি সুষ্ঠু সমাধান চান। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কর্তৃপক্ষ সফল হয়নি বলে জানান শিক্ষার্থীরা।
৯৫ দিন আগে
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বুধবার দিবাগত রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
২১০১ দিন আগে