মুখোমুখি সংঘর্ষে
নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ইটাখোলা-কটিয়াদী সড়কের পঁচারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- নরসিংদী সরকারি কলেজের প্রভাষক শিবপুর উপজেলার রশিদ ফকিরের ছেলে বৈলাব গ্রামের আবুবকর সিদ্দিক (৪০), মনোহরদীর সমির উদ্দিনের মেয়ে মারুফা বেগম (২৩), রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের মোস্তফা মিয়া (৪৮) ও সিএনজিচালক শিবপুর উপজেলার রহি উদ্দিনের ছেলে শাহিন মিয়া (৩৫)। অজ্ঞাত দুইজনের মধ্যে একজন নারী ও এক পুরুষ রয়েছে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নারী-পুরুষসহ পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি শিবপুরের পঁচরাবাড়ী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক ও পাঁচ যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়। খবর পেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, জানান, পঁচারবাড়ী এলাকায় দুর্ঘটনায় সিএনজির চালক ও যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে কারোরই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত একই পরিবারের ৩ জন
৩ সপ্তাহ আগে
চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
চাঁদপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মো. আলী গাজী নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার যাত্রী মো. উজির আলী।
বুধবার (২৩ অক্টোবর) সকালে হাজীগঞ্জ উপজেলার ধেররা তালুকদার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে গুলিতে ডাকাত নিহত, গ্রামবাসীসহ আহত ৩
নিহত মো. আলী সদর উপজেলার খলিশাডুলি ফয়সাল ফিলিং স্টেশন সংলগ্ন গাজী বাড়ির মৃত সলেমান গাজীর ছেলে।
আর আহত উজির আলীর বাড়ি নাটোর জেলায়। তিনি হাজীগঞ্জ উপজেলায় জাগরণ সংস্থার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আইদি পরিবহনের বাসটি চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশা মুখিমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক নিহত এবং একজন যাত্রী গুরুতর আহত হয়। আর অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, চালকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিএনজি ও বাসটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: হাসিনাকে পুনর্বাসন করতে চান রাষ্ট্রপতি: বিএনপি
৪ সপ্তাহ আগে
কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৫
কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ইজিবাইকের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪জুলাই) সকালে উপজেলার মিলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (৪৪) জেলার উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে এবং রহিমা বেগম (৩৫) রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাসিন্দা।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, উলিপুর রাজারহাট সড়কের মিলের পাড় নাম এলাকায় উলিপুরগামী একটি পিকআপ ও রাজারহাটগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি সড়ক থেকে নিচে দুমড়ে-মুচড়ে পড়ে যায়। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। এতে ইজিবাইকের যাত্রী সিরাজুল ইসলাম ও রহিমা বেগম ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন: নাটোরে মাইক্রোবাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত
ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আক্তারুজ্জামান জানান, রাজারহাট ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আহতদের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাজারহাট থানার পুলিশ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট করেছে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় পিকআপভ্যান ও ইজিবাইকটি থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
জামালপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩
মালপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের জামালপুর সদর উপজেলার রানাগাছা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত
নিহতরা হলেন- আব্দুল মজিদ, সোলায়মান হোসেন, সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন। নিহতরা সবাই জামালপুর সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- হানিফ উদ্দিন, খলিলুর রহমান ও শফিকুল ইসলাম। এদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ইটাইল কান্দাপাড়া থেকে শেরপুরের একটি পীরের বাড়িতে জুমার নামাজ পড়ার উদ্দেশে একটি ইজিবাইকযোগে রওনা হন তারা। দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মজিদ ও সোলায়মান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত
অভয়নগরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
১ বছর আগে
মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০
মানিকগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস যাত্রী ২৮ বছরের এক যুবক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাসড়কের সদর উপজেলার তরা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক গাজী রাজবাড়ির ব্রাহ্মনদিয়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: নেত্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫
মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুদ খান জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়াঘাটগামী সেলফি পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আশিক গাজী নিহত হন। এছাড়া বাসের অপর ২০যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় বাস চালক ও ট্রাক চালক কে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। অপর আহতদের মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও মুন্নু জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ১৫
ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক রাস্তার ওপর আটকে থাকায় দুপুর ১২টা পর্যন্ত দেড়ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয়পাশে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১২টার দিকে যান চলাচলা স্বাভাবিক হয়।
২ বছর আগে
চাঁদপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
জেলার শাহরাস্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন তিনজন।
৪ বছর আগে
নওগাঁয় ভটভটি ও চার্জার রিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নওগাঁর পোরশা উপজেলার দ্রুতগামী ভটভটি ও চার্জার রিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
৪ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চার যাত্রী।
৪ বছর আগে