মানিকগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস যাত্রী ২৮ বছরের এক যুবক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাসড়কের সদর উপজেলার তরা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক গাজী রাজবাড়ির ব্রাহ্মনদিয়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: নেত্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫
মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুদ খান জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়াঘাটগামী সেলফি পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী আশিক গাজী নিহত হন। এছাড়া বাসের অপর ২০যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় বাস চালক ও ট্রাক চালক কে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। অপর আহতদের মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও মুন্নু জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ১৫
ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক রাস্তার ওপর আটকে থাকায় দুপুর ১২টা পর্যন্ত দেড়ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয়পাশে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১২টার দিকে যান চলাচলা স্বাভাবিক হয়।