কনস্টেবল
রাজশাহীর পুলিশ লাইন্সে কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীর জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকসংলগ্ন শৌচাগার থেকে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকালে শৌচাগারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাসুদের লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম মাসুদ রানা (৩৪)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামের বাসিন্দা এবং বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
আজ সকালে শৌচাগারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাসুদের লাশ দেখতে পান পুলিশ সদস্যরা। তিনি চিকিৎসার জন্য সম্প্রতি বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মাসুদ নিজের পরনের প্যান্ট দিয়ে শৌচাগারের এগজাস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।
আরও পড়ুন: নলছিটিতে একই গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সকাল থেকে লাশ ঘটনাস্থলে থাকলেও সুরতহাল প্রতিবেদন শেষে দুপুর দেড়টার দিকে তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মাসুদ রানা পারিবারিক টানাপড়েনের মধ্যে ছিলেন। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২২৯ দিন আগে
বারিধারায় কনস্টেবল হত্যা: সাত দিনের রিমান্ডে কাওসার
রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় তার সহকর্মী কাওসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ এ আদেশ দেন।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মান্নাফ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মনিরুলের ভাই কনস্টেবল মাহাবুবুল হক গুলশান থানায় মামলা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মনিরুল শনিবার থেকে কনস্টেবল কাওসারের সঙ্গে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে নিয়োজিত ছিলেন।
দায়িত্ব পালনকালে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কাওসারের সঙ্গে মনিরুলের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে কাওসার উত্তেজিত হয়ে মনিরুলকে কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করতে থাকে।
গুলিতে মনিরুল ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে উপুড় হয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: ফিরলেন ৪৫ বাংলাদেশি, গেলেন ১৩৪ সেনা ও বিজিপি সদস্য
বারিধারায় পুলিশের গুলিতে পুলিশ নিহত: যেসব বিষয় জানা গেছে
৫৪৩ দিন আগে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত, এসআইসহ আহত ২
গাজীপুরে লরির ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় একজন এসআই (উপপরিদর্শক) ও একজন কনস্টেবল আহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্য হলেন- কনস্টেবল বিতান বড়ুয়া। আহতরা হলেন- এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত (২৫ নভেম্বর) মধ্যরাত পৌনে ৪টার দিকে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় রাত্রিকালীন ডিউটি করা অবস্থায় পিকআপ ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাতক্ষীরায় পুলিশের উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার
তিনি বলেন, ‘অজ্ঞাতনামা একটি লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা পুলিশের এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।’
চালক লরি নিয়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত
গাজীপুরে এপিসি কারে বিস্ফোরণ, ৫ পুলিশ আহত
৭৪১ দিন আগে
সিলেটে কনস্টেবলের মিস ফায়ারে ওসি আহত
সিলেটের দক্ষিণ সুরমায় কনস্টেবলের মিস ফায়ারে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত এ গুলি বের হলে তিনি আহত হন।
আরও পড়ুন: সিলেটে ৩ শিবিরকর্মী গ্রেপ্তার
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সাতমাইল নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার আজবাহার আলী শেখ (পিপিএম)।
তিনি বলেন, এটা বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেট বিএনপির নেতা পংকী ও আশফাক গ্রেপ্তার
সিলেটে বিএনপি-জামায়াতের ৭ কর্মী আটক, আহত ৫ পুলিশ সদস্য
৭৬৫ দিন আগে
দিনাজপুরে গলায় ফাঁস দেওয়া পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার
দিনাজপুরে গলায় ফাঁস দেওয়া পুলিশের এক কনস্টেবলের লাশ শুক্রবার বিকালে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
কনেস্টেবল আতাউর রহমান দিনাজপুর সদরের শেখপুরা মহল্লার বসবাসকারী মুক্তিযোদ্ধা আমির হোসেনের ছেলে। তাদের বাড়ি লালমনিরহাটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোতালেব বলেন, ঠাকুরগাঁও জেলায় কর্মরত ছিলেন কনস্টেবল আতাউর রহমান। তিনি রংপুর বদলি জনিত ছুটিতে ছিলেন। আগামী রবিবার তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল।
আরও পড়ুন: সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মিলল যুবকের ঝুলন্ত লাশ
তিনি আরও বলেন, শুক্রবার বিকালে গলায় ফাঁস দেওয়া তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হচ্ছে। সঠিক কারণ জানা যায়নি।
মাস ছয়েক আগে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে আতাউর কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: সিলেটের কানাইঘাটে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁয় একই ঘর থেকে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার
৭৯০ দিন আগে
চট্টগ্রামে পুলিশ ব্যারাকের পঞ্চম তলা থেকে পড়ে কনস্টেবল নিহত
চট্টগ্রামে পুলিশ ব্যারাকের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে জাহিদুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা ২২ মিনিটে নগরীর দামপাড়া পুলিশ লাইন হিলটপ এ দুর্ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারণা অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকচাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত
মৃত জাহিদুল ইসলামের বাড়ি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের কাউটাইল গ্রামে। তার বাবার নাম আব্দুল আউয়াল।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এসএএফ শাখার ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
সাড়ে ৩ বছরের বেশি সময় সিএমপিতে কর্মরত ছিলেন এ পুলিশ সদস্য।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোর ৪টা ২০ মিনিটের দিকে বারান্দার কিনারে দাঁড়িয়ে তিনি দাঁত ব্রাশ করছেন। ৪টা ২২ মিনিটের দিকে পাঁচ তলার ছাদ থেকে পড়ে মারা যান তিনি।
তিনি আরও বলেন, ধারণা করছি অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য তার লা্শ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
সিলেটে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
৮০৬ দিন আগে
সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সল আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি পুলিশের চাকরিতে নিয়োগ পেয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিলো পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা দুই আরোহীবিশিষ্ট একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়সল আহমদ (২৭) দৌঁড়ে গিয়ে গাড়িটি থামাতে চাইলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহীরা চলে যান। এসময় ফয়সল গুরুতর আহত হন।
পরে অন্য পুলিশরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফয়সলকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আরও পড়ুন: সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
এদিকে, পুলিশ কনস্টেবল ফয়সলকে ধাক্কা দেওয়া দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ।
তারা হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (১৭) এবং একই উপজেলার কোনাচর গ্রামের মিসবাহ উদ্দিনের ছেলে সামি (১৭)।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন জানান, ফয়সলের লাশ ওসমানী হাসপাতালে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
৮৭২ দিন আগে
ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় ৪ জন গ্রেপ্তার
ঢাকার ফার্মগেটে পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় গতকাল রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশের (তেজগাঁও বিভাগ) উপ-কমিশনার মো. গোলাম সবুর বলেন, আমরা চারজনকে গ্রেপ্তার করেছি এবং তাদের একজন হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজশাহীতে ভুয়া নির্বাচন কমিশনার গ্রেপ্তার
শনিবার ভোরে ঢাকার ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে দুর্বৃত্তরা একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত হন তেজগাঁও ট্রাফিক বিভাগের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার (৪৫)।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ৩
৮৮৭ দিন আগে
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ নিহত ৩
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৯টায় পদ্মা উত্তর থানা পয়েন্টে সামনের চাকা ফেটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক কনস্টেবলসহ দুইজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন।
এর আগে রবিবার ভোর ৫টায় ওজন স্টেশনের কাছে পিকআপের ধাক্কায় কাভার্ডভ্যানের এক আরোহী মাছ বিক্রেতা নিহত এবং আপর দু’জন আহত হয়েছেন।
পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, পদ্মা সেতুতে প্রবেশের আগের পয়েন্ট বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পদ্মা উত্তর থানার কাছে রবিবার সাকাল সাড়ে ৯টায় শরীয়তপুরগামী বেপোরোয়া গতির মাইক্রোবাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়।
আরও পড়ুন: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত
তিনি আরও জানান, এই সময় ঘটনাস্থলেই পথচারী এক নারী নিহত হয়। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল মোতালেব মিয়া এবং পানি বিক্রেতাসহ আহত হয় চারজন। আহতদের হাসপাতালে নিলে চিকিৎসাধীন পুলিশ সদস্য মোতালেব মারা যান। লাশ দু’টি পদ্মা উত্তর থানায় রাখা আছে।
ওসি বলেন যে এর আগে মাওয়া ওজন স্টেশনের কাছে রবিবার ভোর ৫টায় পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের মাছ বিক্রেতা মেহেদি হাসান প্রিন্স (২৬) নিহত হয় এবং অপর দুইজন আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হাসাড়া পুলিশ ফাঁড়িতে রয়েছে। তার বাড়ি যশোরে।
তিনি আরও বলেন, গাড়ির চালকদ্বয় পালিয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি থানায় রাখা হয়েছে। চালকের অদক্ষতা ও গাড়ির ফিটনেসই দুর্ঘটনার কারণ হতে পারে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৮৯৪ দিন আগে
বরিশালে কনস্টেবলকে মারধর, ছাত্রলীগের নেতাসহ আটক ৪
পায়ে মোটরসাইকেলের চাকার আঘাত লাগায় পুলিশ কনস্টেবলকে মারধর করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সঙ্গীরা। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএইচপি একাডেমির সামনে এ ঘটনা ঘটে বলে জানান আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার।
হামলার শিকার হয়েছেন আগৈলঝাড়া থানার কনস্টেবল ভুদেব বিশ্বাস। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটক বাকি তিনজন হলেন- মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।
আরও পড়ুন: ববির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে দোকানদারকে মারধরের অভিযোগ
ওসি গোলাম ছরোয়ার বলেন, কনস্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিলেন। থানা থেকে কিছু দূরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটরসাইকেলের সামনের চাকার সঙ্গে জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়।
তিনি আরও বলেন যে পরে স্থানীয়রা ভুদেবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি শুনে অভিযান চালিয়ে জাকির পাইক ও মনির পাইকসহ চারজনকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুদেব বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান ওসি।
আরও পড়ুন: শিক্ষার্থীকে মারধরের অভিযোগ জাবি ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে
৯৭১ দিন আগে