চট্টগ্রামে পুলিশ ব্যারাকের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে জাহিদুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা ২২ মিনিটে নগরীর দামপাড়া পুলিশ লাইন হিলটপ এ দুর্ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারণা অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকচাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত
মৃত জাহিদুল ইসলামের বাড়ি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের কাউটাইল গ্রামে। তার বাবার নাম আব্দুল আউয়াল।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এসএএফ শাখার ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
সাড়ে ৩ বছরের বেশি সময় সিএমপিতে কর্মরত ছিলেন এ পুলিশ সদস্য।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোর ৪টা ২০ মিনিটের দিকে বারান্দার কিনারে দাঁড়িয়ে তিনি দাঁত ব্রাশ করছেন। ৪টা ২২ মিনিটের দিকে পাঁচ তলার ছাদ থেকে পড়ে মারা যান তিনি।
তিনি আরও বলেন, ধারণা করছি অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য তার লা্শ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২