যুবক আটক
সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রামের ১১টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।
জাকির ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারী আটক
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক বলেন, জাকিরের কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।
তিনি আরও বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার হচ্ছিল। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
২ মাস আগে
খুলনায় ১২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় স্বর্ণ পাচারের অভিযোগে মাসুম বিল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক মাসুম বিল্লা সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসে করে ঢাকা থেকে সাতক্ষীরা দিকে মাসুম বিল্লা যাচ্ছিলেন।
এসময় বাসটি আটক করে তল্লাশি করা হলে মাসুমের জুতার নিচে কৌশলে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বেনাপোলে ৬টি স্বর্ণের বার জব্দ, যুবক গ্রেপ্তার
যশোরে ৩২ স্বর্ণের বার জব্দ, আটক ২
৬ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ২টি অস্ত্র-গুলি জব্দ, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জে হাসান আলী নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
এসময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে স্ত্রীকে খুনের অভিযোগ যুবক আটক
মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাসান আলী রাজশাহীর বাগমারা উপজেলার আচিনপুর ভবানীগঞ্জ এলাকার আনিসুর রহমানের ছেলে।
বুধবার(২৭ মার্চ) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে যানবাহনের তল্লাশি চালায়।
এসময় যাত্রী হাসান আলীকে তল্লাশি করে তার কোমর থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন জব্দ ও তাকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছে র্যাব।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা ধরায় ৩৩ জেলে আটক
চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত থেকে অস্ত্র ও গাঁজা জব্দ; আটক ১
৭ মাস আগে
রূপগঞ্জে স্ত্রীকে খুনের অভিযোগ যুবক আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে রূপগঞ্জের ইছাখালী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম ফারজানা আক্তার (২২)। তার স্বামীর নাম তারিকুল ইসলাম (৩২)। দু’জনেই গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা হলেও তারা ইছাখালীতে ভাড়া বাসায় থাকতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ইছাখালীতে পরকীয়ার জেরে স্বামী তারিকুল ছুরিকাঘাত করেন স্ত্রী ফারজানাকে। দুপুরে ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
স্বামীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ছুরিকাঘাতে কর্মচারী নিহত
নওগাঁর মান্দায় ছুরিকাঘাতে একজন নিহত
৭ মাস আগে
স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, যুবক আটক
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় রোকনুজ্জামান নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বদলি পরীক্ষা দেওয়ায় আটক ১৮
রোকনুজ্জামান সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট দেওয়ার সময় কক্ষের অন্যান্য পরীক্ষার্থীরা রোকনুজ্জামানের কান থেকে আওয়াজ শুনতে পায়।
পরে পরীক্ষার্থীদের অভিযোগে ওই কেন্দ্রের দায়িত্বরত সচিব রোকনুজ্জামানের কান থেকে ব্লুটুথ ডিভাইসটি উদ্ধার করেন।
আটক ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সদর থানার ওসি।
আরও পড়ুন: দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে: স্বাস্থ্যমন্ত্রী
৮ মাস আগে
জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, যুবক আটক
সিলেটের জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক জব্দসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) ভোর ৫টার দিকে দক্ষিণ সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে এস আলম সুগার মিলের আগুনে পুড়ে গেছে এক লাখ টন চিনি
আটক জাহাঙ্গীর আলম জৈন্তাপুর উপজেলার তেলীজুরি গ্রামের ওসমান আলীর ছেলে।
পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলায় দরবস্ত ইউনিয়নের দক্ষিণ সারিঘাট সরুফৌদ এলাকায় গোয়াইনঘাট-সারিঘাট সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ভারতীয় ১০৫ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম জানান, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চিনির কিছু স্বাস্থ্যকর প্রাকৃতিক বিকল্প
এস আলম সুগার মিলের আগুনে চিনির দামে প্রভাব পড়বে না: প্রতিমন্ত্রী
৮ মাস আগে
চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে স্বর্ণ পাচারের অভিযোগে মো. আল মামুন মন্ডল (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তার কাছ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।
শুক্রবার (৮ মার্চ) সীমান্ত মেইন পিলার ৭৮/৮-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর পাকা রাস্তার মোড় এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আরও পড়ুন: প্রবাসী বন্ধুর প্রতারণা, ২৩ ভরি স্বর্ণ উদ্ধার করল পুলিশ
আটক যুবক মো. আল মামুন মন্ডল মো. মুজিবর মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে আল মামুন মন্ডল নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। তিনি শুক্রবার সীমান্ত দিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, পরে ওই চোরাকারবারিকে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও বাইসাইকেল জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১টি স্বর্ণের বার জব্দ, নারী আটক
চট্টগ্রাম বিমানবন্দরে ২.২২৮ কেজি স্বর্ণ জব্দ, ২ যাত্রী আটক
৮ মাস আগে
নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রে ককটেলের বিস্ফোরণ, যুবক আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুবৃত্তরা। এ সময় শাহিন নামের এক যুবককে আটকের দাবি করেছে পুলিশ।
শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার ১৬৯নং কেন্দ্র উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদরাসায় এই ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়রা হামলাকারী শাহীন নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাকে উদ্ধার ও আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নারী ভোটারদের আকৃষ্ট করতে মাঠে ছিলেন প্রার্থীদের স্ত্রীরা
নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড
১০ মাস আগে
চুয়াডাঙ্গায় দেড় কেজি স্বর্ণ জব্দ, যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে স্বর্ণ পাচারের অভিযোগে সাঈদ হোসেন নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা-চুয়াডাঙ্গা বাইপাস সড়কের দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের একটি আমবাগান এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
আটক সাঈদ হোসেন (৪০) একই উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ আলীর ছেলে।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে সাঈদ হোসেন নামে এক একজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে একজন ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়।
পরে ওই মোটরসাইকেলচালকে তল্লাশি করে প্যাকেটজাত ১ কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এসব স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৫৪ লাখ টাকা।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও পরিদর্শন) মো. নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিকে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণালংকার চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ
বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৪
১১ মাস আগে
ফরিদপুরে কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট, যুবক আটক
ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করায় এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) দুপুর ৩টার দিকে তাকে আটক করে পুলিশ।
আটক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুভ্রদেব ওরফে সুদেব সিংকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: রাসায়নিক রঙে তৈরি হয় মশলা, আটক ৪
তিনি বলেন, শুভ্রদেব গত শনিবার (২৫ মার্চ) তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্বন্ধে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।
তবে এ ব্যাপারে কোনো মামলা হবে কি-না কিংবা শ্রভ্রদেবকে গ্রেপ্তার করা হবে কিনা এ বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদের আগে বলা যাচ্ছে না বলে জানান ওসি।
তিনি আরও বলেন, ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, তার ওই পিস্তলটি খেলনার।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৭টি স্বর্ণের বার জব্দ, আটক ১
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ভর্তি মদের চালান আটক
১ বছর আগে