যুবক আটক
চুয়াডাঙ্গায় দেড় কেজি স্বর্ণ জব্দ, যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে স্বর্ণ পাচারের অভিযোগে সাঈদ হোসেন নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা-চুয়াডাঙ্গা বাইপাস সড়কের দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের একটি আমবাগান এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
আটক সাঈদ হোসেন (৪০) একই উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ আলীর ছেলে।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে সাঈদ হোসেন নামে এক একজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে একজন ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়।
পরে ওই মোটরসাইকেলচালকে তল্লাশি করে প্যাকেটজাত ১ কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এসব স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৫৪ লাখ টাকা।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও পরিদর্শন) মো. নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিকে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণালংকার চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ
বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৪
ফরিদপুরে কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট, যুবক আটক
ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করায় এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) দুপুর ৩টার দিকে তাকে আটক করে পুলিশ।
আটক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুভ্রদেব ওরফে সুদেব সিংকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: রাসায়নিক রঙে তৈরি হয় মশলা, আটক ৪
তিনি বলেন, শুভ্রদেব গত শনিবার (২৫ মার্চ) তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা তার ওই পিস্তল সম্বন্ধে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।
তবে এ ব্যাপারে কোনো মামলা হবে কি-না কিংবা শ্রভ্রদেবকে গ্রেপ্তার করা হবে কিনা এ বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদের আগে বলা যাচ্ছে না বলে জানান ওসি।
তিনি আরও বলেন, ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, তার ওই পিস্তলটি খেলনার।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৭টি স্বর্ণের বার জব্দ, আটক ১
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ভর্তি মদের চালান আটক
প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘ফেসবুকে অসম্মানজনক স্ট্যাটাস’, যুবক আটক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক আব্দুল্লাহ আল মামুন উপজেলার নিজপাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ বলছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চুনাহাটি মসজিদের কাছ থেকে বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন স্থানীয় নেতাকর্মী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আরও পড়ুন: বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারে: ওয়াশিংটনে প্রধানমন্ত্রী
পুলিশ জানায়, বুধবার মামুন একটি ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উত্তেজিত করে।
জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী শাহেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার উপজেলা কমিটির নেতা নেহাল পালসহ ছাত্রলীগের কয়েকজন নেতা মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মামুন বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং অভিযোগ পেলে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
নিজপাট ইউনিয়ন আ.লীগ কমিটির সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন।
আরও পড়ুন: গৃহহীনদের আশ্রয়ণ বাড়িতে স্বামী-স্ত্রীর সমান মালিকানা: প্রধানমন্ত্রী
আর সম্ভব নয়, রোহিঙ্গাদের ফিরে যেতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে অবমাননাকর টিকটক করায় যুবক আটক
নিজ টিকটিক আইডিতে রবিবার রাতে প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনকে নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট দেয়ার অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মহি উদ্দিন মান্না (২৫) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের মানিক মিয়ার ছেলে। বর্তমানে মোল্লাপুর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করেন।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, রবিবার রাতে সিলেট বিয়ানীবাজারের দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তার চায়ের দোকান থেকে যুবক মান্না আটক করা হয় বলে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কটূক্তি: নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
মান্না তার টিকটক আইডিতে সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং অপপ্রচার চালান।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা জাহিদুল হক তাহমিদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ করেন।
সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
টেকনাফে মাদক জব্দ, যুবক আটক
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক কেজির বেশি ক্রিস্টাল মেথামফেটামিন এবং ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। একই সময় এক যুবককে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক মো. ফারুক (৩০) উপজেলার নূর আহমদের ছেলে।
বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি-২ এর একটি দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাফ নদীতে মিয়ানমার থেকে আসা একটি নৌকাকে জব্দ করে এবং এই সময় ফারুক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বামীকে ফাঁসাতে ইয়াবা ক্রয়, নারী আটক
পরে তার কাছ থেকে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এদিকে হিনলা আবরাং এলাকায় পরবর্তী অভিযান চালিয়ে পাঁচ কোটি ৯০ লাখ টাকা মূল্যের এক কেজি ছয় গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন এবং ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: নাটোরে ‘বাইকার গ্রুপের’ ৫ সদস্য আটক
জিজ্ঞাসাবাদে ফারুক বিজিবি সদস্যদের কাছে মাদকের কথা জানালে তার তথ্যে ভিত্তি অভিযান চালানো হয়।
নাটোরে মাদরাসাছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক
নাটোরের বড়াইগ্রামে মাদরাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মহানন্দাগাছা এলাকার এক আত্মীয় বাড়ি থেকে তাকে আটক করে র্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা।
আরও পড়ুন: ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
সোমবার সকালে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করে র্যাব।
আটক নাহিদ হাসান নাজমুল (২৬) উপজেলার সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে।
আরও পড়ুন: ঘুমন্ত শ্বাশুড়িকে গলা কেটে হত্যা, পুত্রবধূ আটক
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, শনিবার বিকালে বড়াইগ্রাম উপজেলার মাদরাসাছাত্রী পাশেই তার নানাবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এই সময় নাহিদ তাকে রাস্তা থেকে জোর করে পাশের আখ খেতে তুলে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকার শুনে মাঠে থাকা কৃষকরা এগিয়ে এলে অভিযুক্ত প্রবাসী নাহিদ পালিয়ে যায়।
চাঁপাইনাবগঞ্জে গাঁজা জব্দ, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই সময় এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার সালামপুর এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ সংলগ্ন একটি আম বাগান থেকে তাকে আটক করা হয়।
আটক গোলাম রাব্বানী (২২) উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর মন্ডলপাড়ার আসলাম আলীর ছেলে।
আরও পড়ুন: কক্সবাজারে ৮০ হাজার ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিক আটক
র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সালামপুর এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালায়। এই সময় তিন কেজি গাঁজাসহ রাব্বানীকে আটক করা হয়।
আটক গোলাম রাব্বানী দীর্ঘদিন থেকে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ফরিদগঞ্জে জাল নোটসহ ২ যুবক আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে সাড়ে ১১ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার বিকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের মনির হোসেন খোকনের ছেলে ওমর ফারুক (২২)ও একই উপজেলার কামতা গ্রামের জামাল হোসেনের ছেলে সাগর হোসেন (২৫)।
আরও পড়ুন: জাল নোট আছে বলে গ্রাহকের লাখ টাকা নিয়ে উধাও প্রতারক
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, শুক্রবার বিকালে উপজেলার বালিথুবা বাজারে সানাউল্লার কাঁচা মালের দোকানে ৪০ টাকায় ১ কেজি সিম কিনে ৫০০ টাকার জাল নোট দিয়ে বাকি ৪৬০ টাকা নিয়ে যায়। পরে নান্নুর মুদি দোকানে গিয়ে একইভাবে মুদি মাল নিয়ে জালনোট দেয়। জাল টাকার নোট দেখে দোকানিদের সন্দেহ হয়। পরে তাদের পকেট তল্লাশি করে ১ হাজার টাকার আটটি ও ৫০০ টাকার সাতটি নোটসহ (১১ হাজার ৫’শ) তাদেরকে পুলিশে কাছে সোপর্দ করে।
আরও পড়ুন: জাল নোটসহ যুবক আটক, থানায় মামলা
ওসি জানান, আটকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
রাজধানীতে গাঁজাসহ ৪ যুবক আটক
ঢাকার মোহাম্মদপুর থানা থেকে ২৬ কেজি গাঁজাসহ চার যুবককে আটক করেছে র্যাব-২। এসময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-গাজীপুর জেলার আলী হোসেনের ছেলে মো. আসাদুল (৩৫), একই জেলার মো. আবু বকর সিদ্দিকের ছেলে মো. হৃদয় (৩৩), ঢাকার জেলার মৃত ছগিরের ছেলে মো. নাদিম (৩৪) ও একই জেলার মৃত মাস্তানের ছেলে মো. রাজ (৩০)।
শুক্রবার র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-২ এর একটি আভিযানিক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে পিকআপ ভ্যানযোগে গাঁজার একটি চালান রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন শ্যামলী এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে। পরে রাত সোয়া ১টার দিকে একটি পিকআপ ভ্যান সন্দেহ হলে থামার সংকেত দেয়া মাত্র গাড়ি থামিয়ে চার যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র্যাবের দল তাদেরকে আটক করে। পরবর্তীতে আটকদের জিজ্ঞাসাবাদ ও গাড়ি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে বিভিন্ন কাঁচামাল পরিবহনের আড়ালে গাঁজা বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে হস্তান্তর করে আসছিলেন।
ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নাটোরে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
নাটোরের সিংড়ায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণে অভিযোগে আবু সাইদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: ছোট ভাইয়ের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক বড় ভাই
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রাত ১১টার দিকে ঢাকা থেকে সিংড়া বাসস্ট্যান্ডে পৌঁছে ওই গার্মেন্টস কর্মী। এ সময় আবু সাইদ নামে এক যুবক ওই নারীকে উপজেলার জামতলি বাজারে পৌছে দেয়ার কথা বলে সেখানে থাকা একটি অটো রিকশায় তুলে নেয়। পরে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকার নির্জন স্থানে সাইদ ওই নারীকে টেনে হেঁচরে অটো থেকে নামিয়ে নিয়ে অটো চালককে তাড়িয়ে দেয়। পরে রাস্তার পাশেই ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে মহাসড়কে টহলরত পুলিশ সেখানে গিয়ে সাইদকে আটক করে এবং নির্যাতিতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: কোদালিয়া বিল থেকে পাখি-ফাঁদ উদ্ধার, আটক ২
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, ভুক্তভোগী ও অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে মেডিকেল টেস্টসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। অটোরিকশা চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।