সিলেটের জকিগঞ্জে ইয়াবা বহনের অভিযোগে আলতাব হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিছ ইয়াবা জব্দের দাবি করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড়পাথর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলতাব হোসেন (৩৬) উপজেলার ২নম্বর বীরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত, চোর-ডাকাতসহ কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এদের সবাইকে আইনের আওতায় আনতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জকিগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত করতে আমরা তৎপর।