চালকের সহকারী নিহত
ডেমরায় বাসে আগুন, ঘুমন্ত চালকের সহকারী নিহত
রাজধানীর ডেমরা এলাকায় রবিবার (২৯ অক্টোবর) অসিম পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ায় চালকের সহকারী নিহত হয়েছেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. নাঈম (২২) বরিশালের কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে। তিনি ডেমরার হাজীনগর এলাকায় থাকতেন।
রবিউল (২৫) নামের বাসটির চালক দগ্ধ হয়ে বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
এসআই সাইদুর বলেন, দুর্ঘটনার সময় বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল এবং চালক ও সহকারী উভয়েই ভেতরে ঘুমিয়ে ছিলেন।
তিনি আরও বলেন, দুর্বৃত্তদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ডাকা হরতালে ঢাকার সড়ক ফাঁকা, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর
মানিকগঞ্জে দেশব্যাপী হরতাল চলাকালে বাসে আগুন
১ বছর আগে
যশোরে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত
যশোর সদরে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্যামনগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না (২২) উপজেলার কাউদিয়া গ্রামের মুসা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগর এলাকার একটি ইটভাটা থেকে ইট নিয়ে ট্রাকটি বের হয়। এরপর শ্যামনগর বাজার মোড়ে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা চালকের সহকারী মুন্না ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশে এসে মুন্নার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহি নিহত
যশোর সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মুনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ বছর আগে
ট্রাক্টর খাদে পড়ে চুয়াডাঙ্গায় চালকের সহকারী নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাটি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর হাসান (১৩) উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
স্থানীয়দের বারতে জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাহবুবুর রহমান জানান, কিশোর মো. হাসান ট্রাক্টরের সহকারী হলেও সোমবার সকালে নিজেই ট্রাক্টর চালিয়ে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে ট্রাক্টরে মাটি ভর্তি করে গঙ্গাদাসপুর গ্রামের ভিভিএম ইটভাটায় নিচ্ছিলেন। পথে ট্রাক্টরটি গ্রামের মাঝ বরাবর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কিশোর হাসান নিহত হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
২ বছর আগে
বাস পরিষ্কারের সময় চাকায় পিষ্ট হয়ে সাতক্ষীরায় চালকের সহকারী নিহত
সাতক্ষীরায় ঈগল পরিবহন ধোয়ার সময় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী নিহত হয়েছেন। বৃহষ্পতিবার সকালে শহরের রাধানগরের ঈগল পরিবহন কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভির হোসেন (৩০) খুলনা শহরের সোনাডাঙা থানার হাফিজনগর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: খুলনায় বাস চাপায় ২ ভাই নিহত
ঈগল পরিবহনের সাতক্ষীরার রাধানগর কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম জানান, বৃহষ্পতিবার সকালে ঈগল পরিবহনের একটি কোচ পানি দিয়ে পরিষ্কার করছিলেন ওই গাড়ির চালকের সহকারী তানভির হোসেন। পেছনের চাকা ধোঁয়ার সময় চালক রতন সানা গাড়ি নিউট্রাল করতে কোচটি পেছনের দিকে নেয়ার সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তানভির নিহত হন।
আরও পড়ুন: খুলনায় বাস চাপায় প্রাণ গেল ৩ জনের
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত পরিবহনটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ বছর আগে
বাস-লরি সংঘর্ষে সিরাজগঞ্জে প্রাণ গেল চালকের সহকারীর
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বাস-লরি সংঘর্ষে বাস চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন।
৪ বছর আগে